Harate Debo Na Song Lyrics Is Sung by Avraal Sahir And Prity Sheikh. the song is from Pure Love Bangla Natok. The drama is starring Afran Nisho And Tanjin Tisha. Music Composed by And Harate Debo Na Tomay Kokhono Lyrics In Bengali Written by Avraal Sahir. Download Harate Debo Na Lyrics in Bangla and English font.
Harate Debo Na Lyrics Credits
Song : Harate Debona
OST : Pure Love
Singer : Avraal Sahir & Prity Sheikh
Lyric, Tune & Music : Avraal Sahir
Story : Afran Nisho
Direction : Mohidul Mohim
DOP : Kamrul Islam Shubho
Label : GOLLACHUT
Harate Debo Na Song Lyrics In Bengali
তোমাকে শুধু তোমাকে
আমি চেয়েছি কাছে পেয়েছি
ভালবেসেছি জীবনে।
না নানা ছেড়ে যাবোনা
কথা তোমায় দিলাম,
দু পা বাড়িয়ে এলাম
সঙ্গী হবো বলে পথচলা।
হারাতে দেবো না তোমায় কখনো
আমার এই জীবন থেকে,
ভালোবেসে রবো
পাশে তোমার সুখে দুঃখে।
তুমি এলে তো পেয়ে গেলাম
জীবনের মানে,
ঘিরে আছো চারিপাশ আমার সবখানে।
চোখেরি আলোতে এলে তুমি
আঁধার সরিয়ে,
ভালোবাসার এই কোন চাদরে
নিলে জড়িয়ে।
হারাতে চাই তোমায় নিয়ে
স্বপ্নেরও হেলায়,
দু চোখ বুজে খুঁজে নেবো
ঠিকই তোমায়।
সবখানে, হৃদয়ের সবখানে
তোমারি আনাগোনা,
তুমি কি জানোনা
ভালবাসা আমার শুধু তোমায়।
হারাতে দেবো না তোমায় কখনো
আমার এই জীবন থেকে,
ভালোবেসে রবো
পাশে তোমার সুখে দুঃখে।
হারাতে দেবো না লিরিক্স
Tomake sudhu tomake
Ami cheyechi kache peyechi
Valobeshechi jibone
na na na chere jabona
Kotha tomay dilam
Du pa bariye elam
Sangi hobo bole pothchola
Harate debo na tomay kokhono
Amar ei jibon theke
Valobeshe robo
Pashe tomar sukhe dukhe
Tumi ele ta peye gelam
Jiboner maane
Ghire acho charipashe
Amar shobkhane
Chokheri alote ele tumi
Adhar soriye
Bhalobashar ei kon chadore
Niley joriye