Hariye Gele Kosto Pabo Song Lyrics Is Sung by Tanjib Sarowar And Puja. The song is starring Tanmoy, Liana Lia, Aasib And Others. Music Composed by Sajid Sarker And Song Lyrics In Bengali Written by Tanjib Sarowar. Download Hariye Gele Kosto Pabo mp3 song lyrics in Bangla and English font.
Song Credits
Song : Hariye Gele Kosto Pabo
Singer : Tanjib and Puja
Music : Sajid Sarker
Lyric and Tune : Tanjib Sarowar
Label: Central Music and Video [CMV]
Hariye Gele Kosto Pabo Song Lyrics In Bengali
মনে মনে খুনসুটি, আর চোখে কথা বলি
এরই নাম প্রেম।
ওমন চোখের বানী, বোঝার তো নেই বাকি
যার নাম প্রেম।
ভালোবাসি তোরে বলা
বাকি ছিল, বলে দিলাম আজকে।
হারিয়ে গেলে কষ্ট পাবো
তার চেয়ে ভালো বন্ধু থেকো,
বন্ধুর মায়া হারায় না।
হারিয়ে যেতে আসিনি
কথা আছে দিবানিশি,
লাগে তোরে আপন বেশি।
সত্যি বলছো কিনা
নাকি মিছে ছলনা
এত সংশয়,
আবেগের পৃথিবীটা
মিথ্যে স্বপ্ন দেখা
সব অভিনয়।
ভালোবাসি সত্যি বলা
বাকি ছিল, বলে দিলাম আজকে।
হারিয়ে গেলে কষ্ট পাবো
তার চেয়ে ভালো বন্ধু থেকো,
বন্ধুর মায়া হারায় না।
হারিয়ে যেতে আসিনি
কথা আছে দিবানিশি,
লাগে তোরে আপন বেশি।।
ভয় লাগে ভালোবাসা
ভয় লাগে প্রেমের হাওয়া,
উড়ে যেতে চাইনা আবার।
খুঁজে নিও তোমার মতো
ভালোবেসে আপন প্রিয়,
কেউ আছে পাবে মনের মতো।
না, তোকে ছাড়া কেউ নেই
না আমি কাউকে খুঁজতে চাই বল,
কোন দ্বিধাতে তুই আনমনে ?
হারিয়ে গেলে কষ্ট পাবো
তার চেয়ে ভালো বন্ধু থেকো,
বন্ধুর মায়া হারায় না।
হারিয়ে যেতে আসিনি
কথা আছে দিবানিশি,
লাগে তোরে আপন বেশি।
মনে মনে খুনসুটি, আর চোখে কথা বলি
এরই নাম প্রেম।
সত্যি বলছো কিনা
নাকি মিছে ছলনা
এত সংশয়।
ভালোবাসি সত্যি বলা
বাকি ছিল, বলে দিলাম আজকে।
হারিয়ে গেলে কষ্ট পাবো
তার চেয়ে ভালো বন্ধু থেকো,
বন্ধুর মায়া হারায় না।
হারিয়ে যেতে আসিনি
কথা আছে দিবানিশি,
লাগে তোরে আপন বেশি।।
HARIYE GELE KOSTO PABO LYRICS
Mone mone khunsuti
aar chokhe kotha boli
Eri naam prem
Omon chokher bani
bojhar toh nei baki
Jar naam prem
Bhalobashi tore bola
Baki chilo, bole dilam aajke
Hariye Gele Koshto Pabo
Tar cheye valo bondhu theko
Bondhur maya haray na
Hariye jete ashini
KOtha ache dibanishi
Laage tore apon beshi