The song “Hariye Tomake” is performed by Palash Noor from the band Warfaze. It was originally released in the album “Moharaj” by Warfaze in 2001. The song’s composition is by Balam Jahangir, and the lyrics in Bengali are written by Shams Mansoor Ghani. The song is performed by the band Warfaze and the audio production was done at Holy Lane Studios. Enjoy Hariye Tomake Lyrics in Bangla and English font.
Song Credits
- Song : Hariye Tomake
- Performed by : Warfaze Band
- Lyrics : Shams Mansoor Ghani
- Vocal : Palash Noor
- Tune : Balam Jahangir
- Video production : Bondhon Das
- Record Label : Loyy Records
হারিয়ে তোমাকে লিরিক্স – ওয়ারফেজ ব্যান্ড
Raktim akash stobdho se khone
Firbe na aar janiye gele
Din kete jaay ruddho bedonay
Mon kende jaay ontorale
Tumi kedechile nirobe kono obohelay
Ami bujhini ki shunnota hasir arale
Hariye tomake chinechi nijeke
Koto valobasha hridoyer gohine
Bedhechile mayay purno protikhone
Chilona hotasha alokito jibone
Shoto bhule bhabe mon aaj anushochonay
Tumi chara jibone
Mone jage koto smriti aaj nibhrite
Koto sukher shopon venge geche helay
Hariye Tomake Song Lyrics In Bengali
রক্তিম আকাশ, স্তব্ধ সে ক্ষণে
ফিরবে না আর জানিয়ে গেলে,
দিন কেটে যায় রুদ্ধ বেদনায়
মন কেঁদে যায় অন্তরালে।
তুমি কেঁদেছিলে নিরবে, কোনো অবহেলায়
আমি বুঝিনি কি শূন্যতা, হাসির আড়ালে ..
হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে
কত ভালোবাসা হৃদয়ের গহীনে,
বেঁধেছিলে মায়ায় পূর্ণ প্রতিক্ষণে
ছিলো না হতাশা আলোকিত জীবনে।
শত ভুলে ভাবে মন আজ অনুশোচনায়
তুমি ছাড়া জীবনে .. ও..
মনে জাগে কত স্মৃতি আজ নিভৃতে
কত সুখের স্বপন ভেঙে গেছে হেলায়,
মনে জাগে কত স্মৃতি আজ নিভৃতে
কত সুখের স্বপন ভেঙে গেছে হেলায়।
হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে
কত ভালোবাসা হৃদয়ের গহীনে,
বেঁধেছিলে মায়ায় পূর্ণ প্রতিক্ষণে
ছিলো না হতাশা আলোকিত জীবনে।