HASBUNALLAH GOJOL LYRICS is a new islamic song. The song is quite melodious to hear. You will be able to enjoy it quite nicely. The singer of this Islamic Gojol are Ahnaf Khalid, Fazle Elahi Sakib & Jahidul Islam. Enjoy the lyrics in Bengali font.
Song Credits
Song : Hasbunallah
Singer : Ahnaf Khalid, Fazle Elahi Sakib & Jahidul Islam
Lyric & Tune : H Ahmed
Record Label : Holy Tune Studio
Video Director : Faruk Tahir
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
Hasbunallah Gojol Lyrics in Bangla
আমি চাইনা কিছু আর এই ভুবনে
থাকো পূর্ণতা শত শত
হাসি-কান্না ভরা এই ছোট জীবনে
করুণা চাই তোমার অবিরত
ও তোমার রহমে তোমার প্রেমে
ভরে দিও আমার দিল
হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল
নিমাল মাওলা ওয়া নি’মান নাছীর ।
হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল
নিমাল মাওলা ওয়া নি’মান নাছীর
‘জীবন আমার বেদনা বিধুর
হারানো প্রাপ্তি ছিলোনা মধুর’ ১ ‘
তবু আশার জাল বুনে, তোমার সন্ধানে
সঁপে দিয়েছি এই দিল
হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল
নিমাল মাওলা ওয়া নি’মান নাছীর ।
হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল
নিমাল মাওলা ওয়া নি’মান নাছীর
‘আশার বাসা ভেঙে যায় বারবার
স্বপ্ন সাজিয়ে তুলে যতবার’-১
আমি পথ ভুলে ভুলে, ব্যথার অনুকূলে ।
আধার করেছি হাসিল
হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল
নিমাল মাওলা ওয়া নি’মান নাছীর ।
হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল
নিমাল মাওলা ওয়া নি’মান নাছীর
হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল
নিমাল মাওলা ওয়া নি’মান নাছীর ।
হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল
নিমাল মাওলা ওয়া নি’মান নাছীর