Hridoy Jurey Lyrics (হৃদয় জুড়ে) is a melodious title song from Imran and Bristy. Music has given by Imran Mahmdul imself. Ei Hridoy Jure Shudu Tumi Ekjona Lyrics In Bengali Written by Robiul Islam Jibon. Choreography by Pongkoj. The song is presenting Nirab Hossain And Priyanka Sarkar. Enjoy the Lyrics in Bangla Font.

Song Credits

  • Song : Hridoy Jurey (Title Track)
  • Singer : Imran & Bristy
  • Music : Imran Mahmudul
  • Lyricist : Robiul Islam Jibon
  • Choreography : Pongkoj
  • Directed By : Rafique Sikder
  • DOP : Mithu Monir
  • Produce By : Monir Hossain Juboraj
  • Presented By : Star Pipes & Plastics Ltd.
  • Digital Content partne r: Live Technologies Ltd

Hridoy Jurey Title Song Lyrics In Bengali Font

এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা
তোমারি প্রেমে আমি হয়েছি আনমনা।

দিনের সূচনা তুমি রাতের জোছনা তুমি
তোমায় নিয়ে সাজাই আমার যত কল্পনা,
এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা
তোমারই প্রেমে আমি হয়েছি আনমনা।

তোমারি ছবি ভাসে, মনেরই চারদিকে
চেয়ে চেয়ে থাকি আমি, ভুলে যাই পৃথিবিকে।
দিনের সূচনা তুমি রাতের জোছনা তুমি
তোমায় নিয়ে সাজাই আমার যত কল্পনা,
এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা
তোমারি প্রেমে আমি হয়েছি আনমনা।

যখনই কাছে আসা, হয়ে যাই দিসেহারা
প্রিয় প্রিয় গল্পে আমার, কেউ নেই তুমি ছাড়া।
দিনের সুচনা তুমি রাতের জোছনা তুমি
তোমায় নিয়ে সাজাই আমার যত কল্পনা,
এই হৃদয় জুড়ে শুধু তুমি এক জনা
তোমারি প্রেমে আমি হয়েছি আনমনা।

হৃদয় জুড়ে লিরিক্স ইমরান মাহমুদুল


Ei hridoy jure shudu tumi ekjona
Tomari preme ami hoyechi aanmona
Diner suchona tumi raater jochona tumi
Tomay niye sajai amar joto kolpona
Tomari cobi vase moner charidike
Cheye cheye thaki ami bhule jai prithibike
Jokhoni kache asa hoye jai dishehara
Priyo priyo golpe amar
Keu nei tumi chara

Hot Bengali Song Lyrics

Leave a Reply