Hridoyer Lenadena (হৃদয়ের লেনাদেনা) Song Lyrics is written by Meghdut. Si Tutul is the singer of the song. S I Tutul also has given the tune and the music of the song Hridoyer Lena Dena. The casts of the song are Mosharraf Karim and Mim Mantasha. The director of the song is Masud Al Jaber and the label is G Series. So, without any further delay, lets enjoy Hridoyer Lenadena (হৃদয়ের লেনাদেনা) Song Lyrics.

Song Credits

  • Song : Hridoyer Lenadena (হৃদয়ের লেনাদেনা)
  • Singer : S I Tutul
  • Lyric : Meghdut
  • Tune : S I Tutul
  • Music : S I Tutul
  • Cast : Mosharraf Karim & Mim Mantasha
  • Natok : Putuler Shongshar
  • Director : Masud Al Jaber
  • Language : Bangla
  • Label : G Series

Hridoyer Lenadena Song Lyrics in Bengali

হৃদয়ের লেনা দেনা, এই পারেতে আর হবে না

হৃদয়ের লেনা দেনা, এই পারেতে আর হবে না

দেখা হবে দেখা হবে ওই পারে

তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু

তোমার আমার দেখা হবে ওই পারে

তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু ওই পারে।

তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু

তোমার আমার দেখা হবে ওই পারে।

আমি জনম জনম ঘুরিয়া তোমায় কাছে না পাইয়া

ভালোবাসা রাখিলাম যতনো করে, বন্ধু জতনো করে

ও তোমার প্রেম এ মজিয়া চোখের জলে ভাসিয়া

কেউ জানে না কিসের আগুন আমার অন্তরে বন্ধু

আমার অন্তরে।

হৃদয়ের লেনা দেনা, এই পারেতে আর হবে না

হৃদয়ের লেনা দেনা, এই পারেতে আর হবে না

দেখা হবে দেখা হবে ওই পারে

তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু

তোমার আমার দেখা হবে ওই পারে।

থাকিও থাকিও তুমি ওই পরেতে গিয়া

আসিব আসিব আমি প্রেমের তরী নিয়া

বন্ধু প্রেমের তরী নিয়া।

ও তোমার আমার এই প্রণয়ে মিল যদি না থাকে

ওই পারে তে আইসো তুমি প্রেম মালা হাতে।

হৃদয়ের লেনা দেনা, এই পারেতে আর হবে না

হৃদয়ের লেনা দেনা, এই পারেতে আর হবে না

দেখা হবে দেখা হবে ওই পারে

তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু

তোমার আমার দেখা হবে ওই পারে।

তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু

তোমার আমার দেখা হবে ওই পারে…….

Hridoyer Lenadena Song Lyrics in English

Hridoyer Lena Dena, ei parete ar hobe na

Dekha Hobe Dekha Hobe Oi Pare

Ami Jonom Jonom Ghuriya tomay kache na paiya

Valobasa Rakhilam Jotono Kore..Bondhu Jotono Kore

O tomar preme mojiya, chokher jole vasiya

Keu jane na kiser agun amar ontore….

Leave a Reply