Inter 3rd Year Special song Lyrics (আমি ঝুইলা আছি ইন্টার থার্ড ইয়ারে) is a new song by Tasrif Khan from Kureghor Band. Ami Jhuila achi Inter third year e lyrics in Bengali written by Tasrif Khan & Jigal Mondol. Download the mp3 song lyrics in Bangla and English font.
Song Credits
Vocal & Tune: Tasrif Khan
Lyrics: Tasrif Khan & Jigal Mondol
Label: Kureghor Band
Inter 3rd Year Special song Lyrics
আমি ঝুইলা আছি ইন্টার থার্ড ইয়ারে
লাইফ থইমা গেছে একটা ফল্ট গিয়ারে।
আমি ঝুইলা আছি ইন্টার থার্ড ইয়ারে
লাইফ থইমা গেছে একটা ফল্ট গিয়ারে।
এটা জীবন নাকি লোকাল ট্রেন?
কাজ করেনা ব্রেন।
এক্সাম কবে হবে তা জানিনা রে….
আমি ঝুইলা আছি ইন্টার থার্ড ইয়ারে
লাইফ থইমা গেছে একটা ফল্ট গিয়ারে।
আমি ঝুইলা আছি ইন্টার থার্ড ইয়ারে
লাইফ থইমা গেছে একটা ফল্ট গিয়ারে।
আমি,
ভুইলা গেছি প্রিপারেশন
যা তা একটা সিচুয়েসন
সিলেবাসের আগা মাথাও মনে নাই
এই শুনি পরিক্ষা হবে
আবার শুনি পিছায় যাবে
এই নাটকের কূল কিনারা কোথায় পাই?
আমি
করতে গেলে সেলিব্রেশন
বাবা মা দেয় টেনশন
লকডাউনে এবার বল কোথায় যাই?
এই শুনি অটো পাশ হবে
টপিক নাকি কইমা যাবে
এক্সাম নিয়ে গুজব শুনে সেন্টি খাই!!
এটা জীবন নাকি লোকাল ট্রেন?
কাজ করেনা ব্রেন।
এক্সাম কবে হবে তা জানিনা রে….
আমি ঝুইলা আছি ইন্টার থার্ড ইয়ারে
লাইফ থইমা গেছে একটা ফল্ট গিয়ারে।
আমি ঝুইলা আছি ইন্টার থার্ড ইয়ারে
লাইফ থইমা গেছে একটা ফল্ট গিয়ারে।
আমি
ডাইনে বায়ে নড়তে গেলে
পাড়ার লোকে কথা বলে
দোহাই লাগে একটু খানি শান্তি চাই৷
আরে
এক্সাম ত আমিই দেব
প্রিপারেশনও আমিই নেব
তোমরা কেন মাথা খারাপ করছ ভাই?
দেখ
টিনা,মিনার হচ্ছে বিয়া
থার্ড ইয়ারের ডিগ্রি নিয়া
আমার ভাগ্যে কি আছে তা জানা নাই৷
আরে
যা হবে তা ভালই হবে
রেজাল্ট শেষে মিস্টি খাবে
সবার কাছে একটু খানি দোয়া চাই৷
এটা জীবন নাকি লোকাল ট্রেন?
কাজ করেনা ব্রেন।
এক্সাম কবে হবে তা জানিনা রে….
আমি ঝুইলা আছি ইন্টার থার্ড ইয়ারে
লাইফ থইমা গেছে একটা ফল্ট গিয়ারে।
আমি ঝুইলা আছি ইন্টার থার্ড ইয়ারে
লাইফ থইমা গেছে একটা ফল্ট গিয়ারে।
আমি ঝুইলা আছি ইন্টার থার্ড ইয়ারে লিরিক্স
Ami jhuila achi inter 3rd year e
life thaima geche ekta fault gear e
Ami jhuila achi inter 3rd year e
life thaima geche ekta fault gear e
Eta Jibo Naki Local train
Kaj korena brain
exam kobe hobe ta jani na re
ami jhuila achi inter third year e
Ami vuila gesi preparation
ja ta ekta situation
syllabus er aga mathao mone nai
ei suni porikkha hobe
abar suni picha jabe
ei natoker kul kinara kothay pai?