Jabo Megher Deshe Bangla Lyrics যাবো মেঘের দেশে – চিত্রপট. যাবো মেঘের দেশে Bangla lyrics. Chitropot Band song Jabo megher deshe bangla lyrics. Bangla band new song Bangla lyrics. Bangla unique song Bangla lyrics. Chitropot new song Bangla lyrics. Download Jabo Megher Dehe mp3 Song Lyrics in Bangla and English Font.
Song Details
- Song Name: Jabo Megher Deshe | যাবো মেঘের দেশে | চিত্রপট
- Singer Name: Wrivu Mustafa
- Brand Name: Chitropot
- Bass: Ontik Kazi
- Esraj: Safin Shudipto
- Guitar: Wasif Nafi
- Banjo & Vocal: Dhian Giri
- Percussion: Ribhu Roddur
- Sound Engineers: Kanak Aditya, DH Shuvo
- Band Manager: Subrata Shuvro
Jabo Megher Deshe Bangla Lyrics Bengali
জানালার গরাদ বেয়ে,
যখন নেমে আসে চাঁদ।
অবাক সময়, ঠাঁয় দাঁড়িয়ে,
ফেরার আশায় আবার।।
তখন তুমি এসে, ডাকবে আমায়।
যাবো মেঘের দেশে, দূর পাহারায়।
আমার শহরে রঙ হারিয়েছে,
মানুষ জমেছে লাশকাটা ঘরে।
মেঘগুলো এসে, রোদ মুছে গেছে,
হারিয়ে গেছে সব অন্ধকারে।
তখন তুমি এসে হারালে কোথায়?
যাবো মেঘের দেশে, আয় ফিরে আয়।
আমার শহর বাড়তে থাকে,
ভীষণ রঙ বাহারে,
এ শহরে অপু দূর্গারা বড্ড অনাহারে।
তখন তুমি এসে, ডাকবে আমায়।
যাবো মেঘের দেশে, দূর পাহারায়।