Jhilmil Kora is a soulful melody brought to life by the melodious voice of Snigdhajit Bhowmik, featured in the captivating Bengali film, Biye Bibhrat. With a star-studded cast including Parambrata Chattopadhyay, Abir Chatterjee, Lahoma Bhattacharjee, and many other talented actors, the movie unfolds with brilliance. Barish’s lyrical prowess shines through the Bengali verses of Jhilmil Kora, perfectly complemented by Snigdhajit’s enchanting rendition. The music, composed by the talented Ranajoy Bhattacharjee, adds depth and emotion to the composition, making it an unforgettable experience for the listeners.Here enjoy Jhilmil Kora Lyrics in Bangla and English font.

Song Details

  • Song : Jhilmil Kora
  • Movie : Biye Bibhrat
  • Singer : Snigdhajit Bhowmik
  • Lyrics : Barish
  • Composer : Ranajoy Bhattacharjee
  • Director : Raja Chanda 
  • DOP : Basudeb Chakraborty
  • Producers : Shyam Sundar Dey, Aritra 
  • Sen & Tanmoy Banerjee
  • Label : Zee Music Bangla

Jhilmil Kora Song Lyrics In Bengali

ঝিলমিল করা নীল চোখে যেই 

তাকালো সিন্ডরেলার মতো,

হারালাম যে খেই, একবার দেখেই

মন খেয়েছে থতমত। 

ফুসমন্তরে বশ করলো হায়

জাদু জানা তার এমন ‌কত,

ওই মখমলি চুলের হাওয়ায় 

আজ শুকোচ্ছে হাজার ক্ষত। 

খাচ্ছি খাবি, তাও বেতাবি 

বাড়ছে খুব বুক জুড়ে,

মনে লক্ষ-কোটি প্রজাপতি 

পাখা মেলে ফুরফুরে। 

ঝিলমিল করা নীল চোখে যেই 

তাকালো সিন্ডরেলার মতো,

হারালাম যে খেই, একবার দেখেই

মন খেয়েছে থতমত। 

ফুসমন্তরে বশ করলো হায়

জাদু জানা তার এমন ‌কত,

ওই মখমলি চুলের হাওয়ায় 

আজ শুকোচ্ছে হাজার ক্ষত। 

ভিজে আমি যাচ্ছি ভেসে

মায়াবী ঝরনায়,

ছেড়ে যাবে এক নিমেষে

প্রেম এমন জ্বর নয়।

মাখি বসে খামখেয়ালী 

তারই তো রং গায়,

আসমানে উড়ছি খালি

ডুবেছি গঙ্গায়। 

প্রেমে এতো কী নেশা বল

নেমে বুঝেছি রসাতল,

প্রেমে এতো কী নেশা বল

নেমে বুঝেছি রসাতল। 

করবো ভাবি, আজ নবাবি

সেই জাহান এই নূরের,

মনে লক্ষ কোটি প্রজাপতি 

পাখা মেলে ফুরফুরে। 

ঝিলমিল করা নীল চোখে যেই 

তাকালো সিন্ডরেলার মতো,

হারালাম যে খেই, একবার দেখেই

মন খেয়েছে থতমত। 

ফুসমন্তরে বশ করলো হায়

জাদু জানা তার এমন ‌কত,

ওই মখমলি চুলের হাওয়ায় 

আজ শুকোচ্ছে হাজার ক্ষত। 

ঝিলমিল করা লিরিক্স – স্নিগ্ধজিৎ ভৌমিক

Jhilmil kora neel chokhe jei

Thakalo Cindrellar moto

haralam je khei ekbar dekhei

Mon kheyeche thotomoto

Fusmontore bosh korlo haay

Jadu jana taar emon koto

Oi mokhmoli chuler haway

Aaj shukocche hajar khoto

Khacchi khabi taao betabi

Barche khub buk jure

Mone lokkhokoti projapoti

Pakha mele furfure

Vije ami jacchi bhese mayabi jhornay

Chere jabe ek nimeshe

Prem emon jwar noy

Makhi bose khamkheyali

Taari toh rong gaay

Asmane urchi khali dubechi gongay

Preme eto ki nesha bol

Neme bujhechi rosatol

Korbo vabi aaj nobabi

Sei jahan ei nurer

Mone lokkhokoti projapoti

Pakha mele furfure

Leave a Reply