Jodi Thakte Tumi Lyrics is a song sung by Hasan S. Iqbal. Jodi Thakte Tumi Bachte amar Lagto na kothin Lyrics in Bengali is written by san S. Iqbal himslef. Soundhacker has given the music. Downlod Jodi Thakte Tumi mp3 song lyrics in Bangla and English Font.
Song Credits
- Name: Jodi Thakte Tumi (যদি থাকতে তুমি)
- Singer: Hasan S. Iqbal
- Lyrics & Tune: Hasan S. Iqbal
- Music: Soundhacker
- Cinematography: Rayhan Khan
- Edit: Rayhan Khan
Jodi Thakte Tumi Full Video Song Here
Jodi Thakte Tumi Bangla Lyrics
যদি থাকতে তুমি বাঁচতে আমার
লাগতো না কঠিন, যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি কাটতো আমার
দিনগুলো রঙ্গিন, যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি সামনে তোমার
এনে দিতাম সব যা যা চাইতে তুমি
তুমি বলার আগে বুঝতাম আমি
যখন মন খারাপ করে থাকতে তুমি
এমন হবে কোনো দিন আমি আগে ভাবিনি
এমন হবে কোন দিন আমি আগে ভাবিনি।
যে আমায় ছাড়া বাঁচতো না আজ সে কেন বিলীন।
যদি থাকতে তুমি বাঁচতে আমার
লাগতো না কঠিন, যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি কাটতো আমার
দিনগুলো রঙ্গিন, যদি থাকতে তুমি।
আমার চোখে ভাসে শুধু তোমার ঐ মুখ
কানে বাজে তোমার গলার স্বর
আমার চোখে ভাসে শুধু তোমার ঐ মুখ
কানে বাজে তোমার গলার স্বর
তোমায় মনে পড়লে করি শুধু পাগলামি
উঠে এই মাতাল মনে ঝড়
এমন হবে কোনদিন আমি আগে ভাবিনি
এমন হবে কোনোদিন আমি আগে ভাবিনি
যে আমায় ছাড়া বাঁচতো না আজ সে কেন বিলীন।