Aditi Paul sings Jodi Tumi Daako in the Bengali film Shororipu 2. Rupam Islam composed the music and wrote the Bengali lyrics for the song. Chiranjeet Chakraborty, Rajesh Sharma, Saswata Chatterjee, Arunima Ghosh, Darshana Banik, and other actors star in the film. Prasenjit ‘Pom’ Chakrabutty recorded, mixed, and mastered the song.

Song Credits

Song : Jodi Tumi Dako
Movie : Shororipu 2
Vocals : Aditi Paul
Lyrics & Music : Rupam Islam
Keyboards & Arrangement : Shibasish Banerjee
Guitars : John Paul
Director : Ayan Chakraborti
Producer : Rupa Datta & Nil Ratan Datta

Jodi Tumi Dako Song Lyrics In Bengali

যদি তুমি ডাকো
যেমন করে ডাকো তুমি,
যদি তুমি থাকো
যেমন করে থাকো তুমি।

জোছনার মিছিলে মিশে চলে যাব
হেঁয়ালির সমাধান তোমাকেই বলে যাব।

যদি থাকো পাশে
অথবা যোজন দূরে,
আলোর অবকাশে
কিম্বা ছায়াপথ ঘুরে।

জোছনার মিছিলে মিশে চলে যাবো
হেঁয়ালির সমাধান তোমাকেই বলে যাবো।

যদি তোমার ঘরে
আমার শরীরে নামে রাত,
অজানা মন্তরে
ভালবাসা ফিরেছে হঠাৎ,
যদি এমন হতো
আবার কি আঁকতে ছবি?
তুমি তো সব পারো
হে আমার শ্রেষ্ঠ কবি।

যদি সময় ক’রে
এ অসময়ের শহরে,
যদি আঘাত ক’রে
ধুয়ে দাও ক্ষত আদরে।

তোমার আঘাতে মৃত তৃণদের দলে যাব
প্রেমের রহস্যের সংকেত বলে যাব।

জোছনার মিছিলে মিশে চলে যাব
হেঁয়ালির সমাধান তোমাকেই বলে যাব।

Jodi Tumi Dako Song Lyrics in English

Jodi tumi dako
Jemon kore dako tumi
Jodi tumi thako
Jemon kore thako tumi
Jochonar michile mishe chole jabo
Heyalir somadhan tomakei bole jabo
Jodi thako pashe
Othoba jojon dure
Aalor obokashe
Kimba chayapoth ghure

Leave a Reply