Jog Biyog Lyrics (যোগ বিয়োগ) by Tawsif Mahbub & Mehazabien is a newly released Bangladeshi song. It is presented by RTV Music. Awsif Mahbub & Mehazabien are the actors of the song. So, lets the melodious song Jog Biyog Lyrics (যোগ বিয়োগ) in Bengali and English font.
Song Credits
- Music : Jog Biyog Lyrics
- Actors: awsif Mahbub & Mehazabien
- Label: Rtv Music
Jog Biyog Lyrics (যোগ বিয়োগ) in Bangla Font
ভালো লাগার শুরু যখন
ভাবলেশহীন ওই চোখে
এলো মেলো এই আমি টা
হারিয়েছি কোন সুখে
এলো মেলো এই আমি টা
হারিয়েছি কোন সুখে
মুহুর্ত পাল্টে যাবে যদি তুমি চাও
ভালো লাগার সময় টুকু
যদি আমাকে দাও
আমার যত অভিযোগ
তোমায় নিয়ে যোগবিয়োগ
ভালোবাসি বলে ভালো থাকতেই চাই
তোমার মনোযোগ
আমার যত অভিযোগ
তোমায় নিয়ে যোগবিয়োগ
ভালোবাসি বলে ভালো থাকতেই চাই
তোমার মনোযোগ
তোমার চোখে আমার সপ্ন খুঁজি
হাসিতে ফিরে পাই সুখ
তুমি আমি নাম এর ডাক পিয়নের খোঁজে
জমেছে হাজারো চিরকুট
মুহুর্ত পাল্টে যাবে যদি তুমি চাও
ভালো লাগার সময় টুকু
যদি আমাকে দাও
আমার যত অভিযোগ
তোমায় নিয়ে যোগবিয়োগ
ভালোবাসি বলে ভালো থাকতেই চাই
তোমার মনোযোগ
আমার যত অভিযোগ
তোমায় নিয়ে যোগবিয়োগ
ভালোবাসি বলে ভালো থাকতেই চাই
তোমার মনোযোগ