Kababer Haddi Lyrics is Bengali Wedding Song. The song Is Sung by Protic Hasan And Music Composed by Pritom Hasan. Sabnam Faria, Marzuk Russell, Ziaul Hoque Polash, Mashrur Enan, Protic Hasan, Pritam And Others. Download Kababer Haddi mp3 song in Bangla and English font.

Song Credits

  • Song : Kababer Haddi Lyrics
  • Singer : Protic Hasan
  • Tune and Composition : Pritom Hasan
  • Lyrics : Pritom & Protic
  • Directed by : Kajal Arefin Ome
  • Choreographer : Khaled Mahmud
  • Chief AD : Shimul Sharma
  • Production : Runout Films

Kababer Haddi Song Lyrics In Bengali


ঘোমটা তুমি খোলো যদি
পড়ে যাব প্রেমে,
চুম্বকেরই মতো তুমি
আমায় নিবে টেনে।

আরে মিয়া বিবি রাজি
তবু কত কোটি বাজি,
আর এদিক সেদিক ছোটে কত
আত্মীয় আর কাজিন।

কাবিন হবে কত, আইটেম কত গুলো
কতজন আসবে রে ভাই
গুনে গুনে বলো।

দুনিয়া মুড়ি খাক, ভেস্তে যাক
আমি তোমার জোড়া,
তুমি চিটাগাং এর মেয়ে
আমি ঢাকার পোলা,
ও লালা লা লা লা
ও লালা লা লা লা,
রূপেরই রানী তুমি
আমি আশি টাকা তোলা।

এ কুয়ার বাশির বাহার তুমি লাল মায়া লইয়ো
আরে কাবিন নামা শুইনা পাজি থাল নি বইয়ো,
এ কুয়ার বাশির বাহার তুমি লাল মায়া লইয়ো
আরে কাবিন নামা শুইনা পাজি থাল নি বইয়ো।

তোমার আব্বু নাকি ফেরত আসছে
সাইবেরিয়া থেকে,
তার ঝাঁঝওলা ঐ গলা শুনে
আত্মা ওঠে কেঁপে।

তোমার আম্মুর মনটা কাঁচের বোতল
পড়লে যাবে ভেঙে,
তাই তার কথাতে এই বিয়েটা
সবাই নিল মেনে।

তোমার আমার প্রেমে
সবাই কাবাবের হাড্ডি,
তোমার সাথে ভাব আমার
বাকি সবাই কাট্টি।

দুনিয়া মুড়ি খাক, ভেস্তে যাক
আমি তোমার জোড়া,
তুমি চিটাগাং এর মেয়ে
আমি ঢাকার পোলা,
ও লালা লা লা লা
ও লালা লা লা লা,
রূপেরই রানী তুমি
আমি আশি টাকা তোলা,
ও লালা লা লা লা
ও লালা লা লা লা ..

কাবাবের হাড্ডি লিরিক্স – প্রতীক হাসান


Ghomta tumi kholo jodi
Pore jabo prem
Chumbokeri moto tumi amar nibe tene
Aare miya bibi raaji
Tobu koto koti baaji
Aar edik sedik chotey koto
Attiyo aar cousin
Duniya muri khaak veste jaak
Ami tomar jora
Tumi chitagong er meye
Ami dhakar pola
Ruperi rani tumi
Ami ashi taka tola

Leave a Reply