Kar Balishe Ghumao Lyrics song is sung by Lutfor Hasan. Dhruba Music Station is the label of the song. Amzad Hossain has created the music. Download tumi jani kar balishe ghumao mp3 song lyrics in Bangla and English font.
Song Credits
Song Name: Kar Balishe Ghumao ( কার বালিশে ঘুমাও )
Vocal, Lyrics & Tune: Lutfor Hasan
Music: Amzad Hossain
Video Director: Al Masud
Label: Dhruba Music Station
Tumi Jani Kar Balishe Ghumao Lyrics
তুমি জানি কার বালিশে ঘুমাও
তুমি জানি কার বিছানায় জাগো
কারে জানি বুকের মধ্যে আগলা খুব রাখো।
কারে জানি বুকের মধ্যে আগলা খুব রাখো।
তুমি জানি কার বালিশে ঘুমাও
তুমি জানি কার বিছানায় জাগো
কারে জানি বুকের মধ্যে আগলা খুব রাখো।
কারে জানি বুকের মধ্যে আগলা খুব রাখো।
কার হাতে তুইলা দিলা তোমার জীবন চাবি
কার কাছে শৈপা দিলা তোমার সকল দাবি
কার হাতে তুইলা দিলা তোমার জীবন চাবি
কার কাছে শৈপা দিলা তোমার সকল দাবি
কারে তুমি আদর করো
কারে তুমি আদর করো
কার মায়া মাখো
কারে জানি বুকের মধ্যে আগলা খুব রাখো।
কারে জানি বুকের মধ্যে আগলা খুব রাখো।
কার সাথে সুইছো তুমি ভাগাভাগি করে
বুজিলা চক্ষু তোমার কাহারো উপরে
কার সাথে সুইছো তুমি ভাগাভাগি করে
বুজিলা চক্ষু তোমার কাহারো উপরে।
কার সাথে সুইছো তুমি ভাগাভাগি করে
বুজিলা চক্ষু তোমার কাহারো উপরে।
কার ছবী সকাল বিকাল
কার ছবী সকাল বিকাল যতনে আকো।
কারে জানি বুকের মধ্যে আগলা খুব রাখো।
কারে জানি বুকের মধ্যে আগলা খুব রাখো।
তুমি জানি কার বালিশে ঘুমাও
তুমি জানি কার বিছানায় জাগো
কারে জানি বুকের মধ্যে আগলা খুব রাখো।
কারে জানি বুকের মধ্যে আগলা খুব রাখো।