Karo Dhar Dhari Na Lyrics (কারো ধার ধারি না) is a new Bangladeshi song sung by Imtiaz. Lyrics by Masum. Tune & Music by Ahmed Sajeeb. Models of the songs are Imtiaz, Sanju, Sajol. Edit by Masud Rana. Enjoy Karo Dhar Dhari Na Lyrics (কারো ধার ধারি না) in Bangla and English Font.
Song Credits
- Song : Karo Dhar Dhari Na
- Singer : Imtiaz
- Lyrics : Masum
- Tune & Music : Ahmed Sajeeb
- Label : CD Choice Music
- Model : Imtiaz, Sanju, Sajol
- Color Grading & Title : Gazi Shajahan
- Edit : Masud Rana
- DOP : Sumon Imran
- Direction : CD Choice Music Team
Karo Dhar Dhari Na Lyrics (কারো ধার ধারি না) in Bengali Font
সবাই আমায় মন্দ বলুক
কারো ধার ধারি না
তুমি যখন মন্দ বল
দেহে প্রাণ থাকে না
সবাই আমায় মন্দ বলুক
কারো ধার ধারি না
তুমি যখন মন্দ বল
দেহে প্রাণ থাকে না
তোমার জন্য মন্দ আমি
তোমার জন্য ধন্য
তোমার জন্য নয়রে ব্যঞ্জন
আমি সরবর্ণ
তোমার জন্য মন্দ আমি
তোমার জন্য ধন্য
তোমার জন্য নয়রে ব্যঞ্জন
আমি সরবর্ণ
তুমি বললে সকাল টাকে
বলতে রাজি বিকাল
রমধুনর ওই সাত রঙের তোমার
সাজিয়ে দিবো সকাল
তুমি বললে সকাল টাকে
বলতে রাজি বিকাল
রমধুনর ওই সাত রঙের তোমার
সাজিয়ে দিবো সকাল
সবার দেওয়া কষ্ট সইবো
তোমার বেলায় পারবো না
উল্টো স্বভাব ভিন্ন আমি
আমায় ভুল বোঝ না
সবার দেওয়া কষ্ট সইবো
তোমার বেলায় পারবো না
উল্টো স্বভাব ভিন্ন আমি
আমায় ভুল বোঝ না
তোমার জন্য মন্দ আমি
তোমার জন্য ধন্য
তোমার জন্য নয়রে ব্যঞ্জন
আমি সরবর্ণ
ভাবছো মিছে সার্থপর আমি
ভালোবাসতে জানি না
সবার মত মরতে পারি
আমার মুখে আসে না
ভাবছো মিছে সার্থপর আমি
ভালোবাসতে জানি না
সবার মত মরতে পারি
আমার মুখে আসে না
বেঁচে থেকেই বাসবো ভালো
থেকে পাশাপাশি
তোমার চোখে নয়রে কান্না
দেখবো বলে হাসি
বেঁচে থেকেই বাসবো ভালো
থেকে পাশাপাশি
তোমার চোখে নয়রে কান্না
দেখবো বলে হাসি
তোমার জন্য মন্দ আমি
তোমার জন্য ধন্য
তোমার জন্য নয়রে ব্যঞ্জন
আমি সরবর্ণ
সবাই আমায় মন্দ বলুক
কারো ধার ধারি না
তুমি যখন মন্দ বল
দেহে প্রাণ থাকে না
তোমার জন্য মন্দ আমি
তোমার জন্য ধন্য
তোমার জন্য নয়রে ব্যঞ্জন
আমি সরবর্ণ
তোমার জন্য মন্দ আমি
তোমার জন্য ধন্য
তোমার জন্য নয়রে ব্যঞ্জন
আমি সরবর্ণ