Keno Dile Miche Jontrona Lyrics is a sad song by Shilpi Biswas. Lyrics by Emdad Sumon. Tune is done by Masum. Music by Johny. Models of the song are Niloy, Sathi, Mithila. Label and Direction by CD Choice Music. Enjoy, Keno Dile Miche Jontrona Lyrics (কেন দিলে মিছে যন্ত্রণা) by Shilpi Biswas in Bangla and English Font.
Song Credits
- Song : Keno Dile Miche Jontrona
- Singer : Shilpi Biswas
- Lyrics : Emdad Sumon
- Tune : Masum
- Music : Johny
- Label : CD Choice Music
- Model : Niloy, Sathi, Mithila
- Color Grading & Title : Gazi Shajahan
- Edit : Masud Rana
- Dop : Sumon Imran
- Direction : Cd Choice Music Team
Keno Dile Miche Jontrona Lyrics (কেন দিলে মিছে যন্ত্রণা) in Bengali Font
এই মনে ব্যাথা দিয়া
কেনো তুমি চলে গেলে
এই মনে ব্যাথা দিয়া
কেনো তুমি চলে গেলে
কি ভুল ছিল যে আমার বলো না
কেনো দিলে মিছে যন্ত্রণা
বলো না কেনো দিলে মিছে যন্ত্রণা
এই মনে ব্যাথা দিয়া
কেনো তুমি চলে গেলে
এই মনে ব্যাথা দিয়া
কেনো তুমি চলে গেলে
কি ভুল ছিল যে আমার বলো না
কেনো দিলে মিছে যন্ত্রণা
বলো না কেনো দিলে মিছে যন্ত্রণা
কত রকম কথা কইয়া
বাইসাছিলা ভালো
এখন তুমি কোথায় গিয়া
সুখের আলো জালো
কত রকম কথা কইয়া
বাইসাছিলা ভালো
এখন তুমি কোথায় গিয়া
সুখের আলো জালো
ভালোবাসার নামে
কেনো করলা ছলনা
কি ভুল ছিল যে আমার বলো না
কেনো দিলে মিছে যন্ত্রণা
বলো না কেনো দিলে মিছে যন্ত্রণা
কত সপণ দেখাইছিলা
আমায় বুকে নিয়া
এখন কেনো চইলা গেলা
আমায় পর করিয়া
ও কত সপণ দেখাইছিলা
আমায় বুকে নিয়া
এখন কেনো চইলা গেলা
আমায় পর করিয়া
বুঝবা সেইদিন তুমি
যেদিন যাবো মরিয়া
কি ভুল ছিল যে আমার বলো না
কেনো দিলে মিছে যন্ত্রণা
বলো না কেনো দিলে মিছে যন্ত্রণা
মরার পরে আইসো নাগো
আমারই কবরে
ভালো থেকো সুখে থাকো
দোয়া অন্তরে
হো মরার পরে আইসো নাগো
আমারই কবরে
ভালো থেকো সুখে থাকো
দোয়া অন্তরে
এই জনমে পাইলাম না তোমায় বিধি
পাই যেনো পর জনমে
কি ভুল ছিল যে আমার বলো না
কেনো দিলে মিছে যন্ত্রণা
বলো না কেনো দিলে মিছে যন্ত্রণা