Keno Eto Bhabcho Keno Lyrics (কেন এত ভাবছো) is written by Zulfiqer Russell. The singers of the song are Palak Mucchal and Imran. Soundtek has produced the song and the casts of it are Apurba & Tanijh Tisha. So, here is the lyrics of Keno Eto Bhabcho Keno in Bangla font. If you like the lyrics, don’t forget to share it with frieds and let them enjoy it too.
Song Credits
- Song: Keno Eto Bhabcho
- Singers: Imran & Palak Muchhal
- Music: Imran Mahmudul
- Lyrics: Zulfiqer Russell
- Album: Amar Ichchhe Kothay
- Drama: Chitronattye Bithi
- Cast: Apurba, Tanjin Tisha
- Label: Soundtek
Keno Eto Bhabcho Keno Song Lyrics in Bengali
কেন এত ভাবছো কেন?
বাধা এলে কী হবে আর!!
নেই পরোয়া কোনো কিছুর,
এই আনন্দ ভালোবাসার ।
তোমার জন্য ভাঙতে পারি,
সামনে এলে সাগর পাহাড় ।
কেন এত ভাবছো কেন?
বাধা পেলে কী হবে আর!!
এই হৃদয়ে তুমি আছো,
সকাল বিকেল কিংবা রাতে ।
সর্বনাশা ঝড় তুলে কেউ,
পারবেনা তো ভাগ বসাতে ।
যাচাই করে দেখতে পারো,
এই মনেতে কিছু নেই আর ।
নেই পরোয়া কিছুর,
এই আনন্দ ভালোবাসার ।
তোমার জন্য ভাঙতে পারি,
সামনে এলে সাগর পাহাড় ।
কেন এত ভাবছো কেন?
বাধা পেলে কী হবে আর!!
ভয় করি না কোনো কিছু,
তোমার বুকে মাথা রেখে ।
তোমার কাছে ভালো থাকি,
তোমার আভা আছি মেখে ।
যত কথায় বলুক লোকে,
নেই প্রয়োজন পিছু দেখার ।
নেই পরোয়া কোনো কিছুর,
এই আনন্দ ভালোবাসার ।
তোমার জন্য ভাঙতে পারি,
সামনে এলে সাগর পাহাড় ।
কেন এত ভাবছো কেন?
বাধা পেলে কী হবে আর!!
কেন এত ভাবছো কেন লিরিক্স
Keno eto bhabcho keno?
Badha pele ki hobe arr.
Nei porowa kono kichhur,
Ei anondo bhalobasar.
Tomar jonnyo bhangte pari,
Samne eley sagar pahar.
Keno eto bhabcho keno?
Badha pele ki hobe arr.
Ei hridoye tumi achho,
Sokal bikel kimba raate.
Sorbonasha jhor tule kew,
Parbe nato bhag bosate.
More Lyrics: Pagli Tor Pagla Koi Lyrics