Khola Chad Lyrics (খোলা ছাদ) is a amaizing sountrack sung by Aseer Arman. Lyrics and Tune by Aseer Arman himself. Bongo BD has produced the song. Director was Sishir. It is from a web series named No More Words . Enjoy it in Bangla and English Font.

Song Credits

  • Song : Khola Chad
  • Singer : Aseer Arman
  • Lyrics and Tune : Aseer Arman
  • Lyrical Video : Saif Zohan
  • Web Series : No More Words
  • Director : J A Shishir
  • Produced by : BongoBD

Khola Chad (খোলা ছাদ) Aseer Arman Bangla Lyrics

তুমি বলতেই ছিলে খোলা ছাদ
আমি বলতেই তোমার আরাম রাত
আমার শুধুই ছিলো বোবা কলম
তোমার কপাল পুড়েই আমার কালি

স্বপ্ন পিছল খায় তোমার শ্যাওলাবিদীর্ণ ছাদে
বনভুমি পুড়ে যায় তোমার গ্রীষ্মতপ্ত রাতে
সেদিনগুলোর ছিলো আমি তুমি আমাদের মতোন কেউ
যে যার চাঁদ দেখে, ভাগেযোগে একাই

তোমার সকাল ছিলো আবীর মতোন
আমার সাঁঝে সুগন্ধায় নামতো আঁধার
পাখি ফেরে ঠোঁটে নিয়ে সুখের খড়কুটো
নদী উঠলো কেঁদে নিথর কাতর

দুকূল ভাসিয়ে দিলো, নদীভাঙনে তলায় দালান
ঋতু রঙ পাল্টাচ্ছে পাতার আগের মতোই
কার পালানো পথে কে দেখো আবার আঙুল দেখায়
যে যার চাঁদ দেখে, ভাগেযোগে একাই

স্বপ্ন পিছল খায় তোমার শ্যাওলাবিদীর্ণ ছাদে
বনভুমি পুড়ে যায় তোমার গ্রীষ্মতপ্ত রাতে
সেদিনগুলোর ছিলো আমি তুমি আমাদের মতোন কেউ
যে যার চাঁদ দেখে, ভাগেযোগে একাই

This Post Has One Comment

Leave a Reply