Khub Valobeshechi Lyrics ( খুব ভালবেসেছি ) is a new offering from the Belal Khan. Singer of the track is Belal Khan himself. Sajeeb Shahriar has created the lyrics. M.A Rahman is the music producer. Smak Azad is the director of the song. Ashpiya Ohi & Ettihadul Towhid is starring in the song. Download Khub Valobeshechi Lyrics ( খুব ভালবেসেছি ) in Bangla and English Font.
Song Credits
- Song : Khub Valobeshechi ( খুব ভালবেসেছি )
- Singer: Belal Khan
- Lyrics: Sajeeb Shahriar
- Composer: Belal Khan
- Music Producer: M.A Rahman
- Director: Smak Azad
- Starring: Ashpiya Ohi & Ettihadul Towhid
- Label: Belal Khan Official
Khub Valobeshechi Lyrics Bengali Font
এই মনের ফ্রেমে থেমে থেমে
তোমার ছবি এঁকেছি
হৃদয় কোনে সযত্নে আগলে রেখেছি ।
দিনে রাতে ভাবনাতে মগ্ন থেকেছি
তোমার আদর বুকের পাঞ্জর জুড়ে মেখেছি ।
আমার লগন সব আলাপন তোমার সাথে করেছি
হৃদয় দেশে অবশেষে তোমায় খুজে পেয়েছি ।
ভালোবেসেছি খুব ভালোবেসেছি
ভালোবেসেছি তোমায় ভালোবেসেছি ।
ভাবনার দেওয়াল আনমনে খেয়াল
তুমি ছাড়া কেউ নাই ।
অনুভবে সব উৎসবে
জুড়ে থাকো পুরোটাই ।
ভাবনার দেওয়াল আনমনে খেয়াল
তুমি ছাড়া কেউ নাই ।
অনুভবে সব উৎসবে
জুড়ে থাকো পুরোটাই ।
তুমি আমার আলো আশার
আমি জেনে গেছি ।
তুমি আমার আলো আশার
আমি জেনে গেছি ।
ভালোবেসেছি খুব ভালোবেসেছি
ভালোবেসেছি তোমায় ভালোবেসেছি ।
কবিতারা সব বাড়ায় কলোরব
তোমার নামে দিন সাজাই
একই মতামত একই শপথ
তোমাতে শুধু হারাই ।
কবিতারা সব বাড়ায় কলোরব
তোমার নামে দিন সাজাই
একই মতামত একই শপথ
তোমাতে শুধু হারাই ।
তুমি আমার স্বপ্ন হাজার
আমি বুঝে গেছি ।
তুমি আমার স্বপ্ন হাজার
আমি বুঝে গেছি ।
ভালোবেসেছি খুব ভালোবেসেছি
ভালোবেসেছি তোমায় ভালোবেসেছি ।
এই মনের ফ্রেমে থেমে থেমে
তোমার ছবি এঁকেছি
হৃদয় কোনে সযত্নে আগলে রেখেছি ।
দিনে রাতে ভাবনাতে মগ্ন থেকেছি
তোমার আদর বুকের পাঞ্জর জুড়ে মেখেছি ।
আমার লগন সব আলাপন তোমার সাথে করেছি
হৃদয় দেশে অবশেষে তোমায় খুজে পেয়েছি ।
ভালোবেসেছি খুব ভালোবেসেছি
ভালোবেসেছি তোমায় ভালোবেসেছি ।
Khub Valobeshechi Lyrics English Font
Ei moner freme theme theme
Tomar chobi ekechi
Hridoy kone sojotone agle rekhechi.
Dine raate vabbonate mogno thekechi
Tomar ador buker panjor jure mekhechi.
Amae lagon sob alapon tomer sathe korechi
Hridoy deshe abosese tomay khuje peyechi.
Valobeshechi khub valobeshechi
Valobeshechi tomay valobeshechi.
Vabonar deowal anmone kheyal
Tumi chara keu nai.
Anuvobe sob utsobe
Jure thake purotai.
Vabonar deowal anmone kheyal
Tumi chara keu nai.
Anuvobe sob utsobe
Jure thake purotai.
Tumi amar alo ashar
Ami jene gechi.
Tumi amar alo ashar
Ami jene gechi.
Valobeshechi khub valobeshechi
Valobeshechi tomay valobeshechi.
Kobitara sob baray kolorob
tomar naame din sajai.
Eki motamot eki sopath
Tomate sudhu harai.
Kobitara sob baray kolorob
tomar naame din sajai.
Eki motamot eki sopath
Tomate sudhu harai.
Tumi amr swapono hazar
Ami bujhe gechi.
Tumi amr swapono hazar
Ami bujhe gechi.
Valobeshechi khub valobeshechi
Valobeshechi tomay valobeshechi.
Ei moner freme theme theme
Tomar chobi ekechi
Hridoy kone sojotone agle rekhechi.
Dine raate vabbonate mogno thekechi
Tomar ador buker panjor jure mekhechi.
Amae lagon sob alapon tomer sathe korechi
Hridoy deshe abosese tomay khuje peyechi.
Valobeshechi khub valobeshechi
Valobeshechi tomay valobeshechi