Ki Ashate Lyrics ( কি আশাতে ) Song Is Sung by Md. Shafikul Alam Saif from Moruvumi ( মরুভুমি ) Bengali Band.Ki Ashate ( Aaj Ami Eka Boshe ) Lyrics Written by Moruvumi Band. Md. Shahidul Alam Sujan & Md. Mahbubur Rahman Mamnun are the guitarist of the song. Download Ki Ashate Mp3 Song Lyrics in Bangla and English Font.

Song Credits

  • Song : Ki Ashate
  • Lyrics, Tune & Composition: Moruvumi
  • Audio Recording Studio: Studio Duology
  • Vocal : Md. Shafikul Alam Saif
  • Keyboard : Nazmul Hasan Sarker Plabon
  • Drums : Imran Hossain Shanto
  • Guitarist : Md. Shahidul Alam Sujan & Md. Mahbubur Rahman Mamnun
  • Bass : Nur-a Alam Ovi

Ki Ashate Lyrics By Moruvumi Band

আজ আমি একা বসে শূন্য এই জগতে
নিজেকে আড়াল করে রাখি
তোমার কাছ থেকে নিজেকে ধরে রাখি
জীবনের কাছ থেকে জানি
তুমি কভু জানবে না।

একা থাকার মানে কি,
জানি কখনো তুমি বুঝবে না।

কি আশাতে আছি বেঁচে তোমারও পথ চেয়ে।।

মনেরই অজান্তে, এসেছিলে তুমি
আমার মনের আঙিনায়।

শয়নে স্বপনে এসছিলে তুমি,
এ মন তোমায় চায় আসবে কাছে
আমার থাকবে পাশে আমার।।

নিজেকে ধরে রাখি, জীবনের কাছ থেকে,
জানি তুমি কভু জানবে না।

একা থাকার মানে কি,
জানি কখনো তুমি বুঝবে না।
কি আশাতে আছি বেঁচে, তোমারও পথ চেয়ে।।

Leave a Reply