Kichu Boiyer Nam Thake Na Lyrics Rap (কিছু বইয়ের নাম থাকে না) is a song by Tabib Mahmud. LMG Beats is the music creator. Tabib Mahmud himself is the director. The song lyrics is quite good. Download Kichu Boiyer Nam Thake Na mp3 song Lyrics Rap in Bangla and English Font.
Song Credits
- Lyrics and Vocal :Tabib Mahmud
- Music : LMG BEATS
- DOP : Raihan Uddin
- Creative Director :Hojayfa Mojib
- Director : Tabib Mahmud
- Assistant Director : Ahsan Khandakar
Full Video Song is here
Kichu Boiyer Nam Thake Na Lyrics Rap
কিছু বইয়ের নাম থাকে না ছোট করে বলি
আমার লেখা কিছু কবিতার খুদাতুর গান
বউ মেলাতে পাবেন ২০৪ নম্বর স্টল এ
প্রতিভা প্রকাশ প্রাপ্তি স্থান
বহুদিনের পুরনো কিছু জমাট বাধা শব্দের
এলোপাথাড়ি চাষাবাদে যে কবিতার উত্তপত্তি
তার ভিতরে লুকিয়ে আছে
সমাজের ময়না তদন্তের প্রতিবেদন
আহা কিছু বইয়ের নাম থাকে না
পাঁচ টাকার কলম আর একটা কাগজের মগজের যন্ত্রণা
পিসে লেখা চিঠি হে
দেশবাসী সুনো তুমি নেতা কাকে মান জানি
অন্যের সাড়ি নিয়ে করো টানা টানি
আমি রাখি সব খবর কোনটা কোন সালার কবর
চেঙ্গিস খান থেকে সম্রাট বাবর
আমি জানি কোন পথে ছিল কার কত দোর
আজকের পৃথিবীতে কারা কারা চোর
কালের স্রোতে হারিয়ে গেছে,
ভাঙ্গা বাসের কেল্লা, চেতনা তে চির ধরেছে
সোনার তরী পাল্লা, লুটে মাঝি মাল্লা
আমল নামা গোল্লা,
বাংলাদেশী টাকা গুলা কোন দেশেতে ফেল লা
খাবার নিল চিল, খালি মাঠে ঢিল ছুইরা তালরে করলো তিল
ছদ্মবেশী মানুষেরা সব চালাইয়া মজা পায়
অর্ধ নগ্ন গণ তন্ত্র বুক ফুলাইয়া গাঁজা খায়
গাঁজা যায় যেই পথে সেই পথ বন্ধ
অন্ধ আমি তুমি অন্ধ অন্ধ
আদালতে ধারা আছে বাঁশি পচা গন্ধ
নাকে গেলে জলে পড়ে জইলা পুইরা কাঁদো
সংসদ চিকিচিকি ভবনের দামী হাওয়া
বেইচা খাও চানাচুর
আম জনতার খাতা বেইচা তুমি আজ বাহাদুর
মুখে মুখে বড়ভাই,
যত পারো তবে নতুন জায়গা খালি নাই
আমদানিতে ভ্যাট পণ্য, বেচতে গেলে ভ্যাট পণ্য
কিনতে গেলে ভ্যাট পণ্য, খাইতে গেলে ভ্যাট
কথা কইতে গেলে ভ্যাট, আবার ভ্যাট এর ওপর ভ্যাট
ইয়ং জেনারেশন তোমরা মেসেঞ্জার এ চ্যাট
চিরো পাল ধরো হাল,
চলো বহুদূরে খেলি যেথা বড় ভাইগো কাঠের চশমা
উল্টা কইরা ঝোলে মাত্র
ছোট্ট একটা ভুলে মাঝি মাঝ সাগরে ঝুলে যখন
আম জনতা ঘুমায় তখন হিপহপ কথা বলে
কিছু বইয়ের নাম থাকে না জীবন নিয়ে লেখা শূন্যস্থান
কিছু বইয়ের নাম থাকে না গ্রন্থাগার তার প্রাপ্তিস্থান
কিছু বইয়ের নাম থাকে না জীবন নিয়ে লেখা শূন্যস্থান
কিছু বইয়ের নাম থাকে না গ্রন্থাগার তার প্রাপ্তিস্থান
কিছু বইয়ের নাম থাকে না জীবন নিয়ে লেখা শূন্যস্থান
কিছু বইয়ের নাম থাকে না গ্রন্থাগার তার প্রাপ্তিস্থান
কিছু বইয়ের নাম থাকে না জীবন নিয়ে লেখা শূন্যস্থান
কিছু বইয়ের নাম থাকে না গ্রন্থাগার তার প্রাপ্তিস্থান
কিছু বইয়ের নাম থাকে না জীবন নিয়ে লেখা শূন্যস্থান
কিছু বইয়ের নাম থাকে না গ্রন্থাগার তার প্রাপ্তিস্থান
কিছু বইয়ের নাম থাকে না জীবন নিয়ে লেখা শূন্যস্থান
কিছু বইয়ের নাম থাকে না গ্রন্থাগার তার প্রাপ্তিস্থান