Kichu Song Lyrics (কিছু) Is Sung by Minar Rahman. The Bengali Song is from Beautiful Liar Bangla Natok. The melodious track is Starring Apurba And Tanjin Tisha. Music Composed by Minar. Kichu Obhimani Jol Lyrics In Bengali Written by Istiaque Ahmed. Download Kichu Song mp3 Lyrics (কিছু) in Bangla and English font.
Song Credits
- Song : Kichu
- Drama : Beautiful Liar
- Singer : Minar
- Lyrics : Istiaque Ahmed
- Tune & Music : Minar Rahman
- Music Arrangcment : Emon Chowdhury
- Director : MD Mehedi Hasan Jony
- Label : Cd Choice
Kichu Song Lyrics In Bengali :
কিছু অভিমানী জল, কিছু মেঘেদের দল,
কিছু ভুল কোলাহল মাখা ঋণ। কিছু দখিনা হাওয়া,
কিছু না চেয়েও পাওয়া, কিছু ভালোলাগা না লাগা দিন।
তোমার স্মৃতি কি আজ ভুলে যাওয়া হবে না?
আমাকেই কেন রাখে ঘিরে? ভুলতে চেয়েও দেখি
ভুলতে পারি না, নাম ধরে ডাকে ফিরে ফিরে।
কিছু সময়ের ব্যবধান, কিছু ভুল সুর ভুল গান,
ভুল করে গেয়েছিলে কবে? আজও ভাঙে গড়ে মন,
হয়তো বা অকারণ, বলে যায় ফের দেখা হবে।
তোমার স্মৃতি কি আজ ভুলে যাওয়া হবে না?
আমাকেই কেন রাখে ঘিরে? ভুলতে চেয়ে দেখি,
ভুলতে পারি না, নাম ধরে ডাকে ফিরে ফিরে।
আজও কত চিঠি কত খাম, হাওয়ায় উড়িয়ে দিলাম,
ঠিকানাটা হারালো যে কই? ভেতরে কি লেখা ছিলো তা,
ধুলো জমা স্মৃতি হাহাকার জানা হবে না তা কখনোই।
তোমার স্মৃতি কি আজ ভুলে যাওয়া হবে না?
আমাকে কেন রাখে ঘিরে? ভুলতে চেয়েও দেখি
ভুলতে পারি না, নাম ধরে ডাকে ফিরে ফিরে।
কিছু অভিমানী জল, কিছু মেঘেদের দল,
কিছু ভুল কোলাহল মাখা ঋণ। কিছু দখিনা হাওয়া,
কিছু না চেয়েও পাওয়া, কিছু ভালোলাগা না লাগা দিন।
কিছু লিরিক্স মিনার রহমান
Kichu obhimani jol Kichu megheder dol
Kichu bhul kolahol makha reen kichu dokhina hawa
Kichu na cheye o paowa Kichu valolaga na laga din