Bengali Islamic Gojols are quite superb. This particular gojol is sung by Klanto Hridoy. Enjoy KLANTO HRIDOY LYRICS which is a breathtaking gojol song you will love to enjoy. So, why wait, let’s enjoy this magnificent gojol song lyics.
Song Credits
Song: Klanto Hridoy
lyric: Jafar Ahmad Rabi
Tune: Sayed Ahmad
ক্লান্ত হৃদয় লিরিক্স
যদি আধারের ঘনঘটা বেড়ে চলে
যদি কামনার নদী টাতে দিয়ে ফেলি ডুভ
যদি পথ ভুলে, অলক্ষ্যে হেঁটে চলি বহুদূর
ক্লান্ত হৃদয়, ঢেলে দিও তবু নূর,
ও প্রভু
ক্লান্ত হৃদয়, ঢেলে দিও তবু নূর
যদি জীবনের ভাঁজে ভাঁজে লালসার কিট করে ভির
যদি অশুভের বাহু বলে, ভয় করি নতো শির (১)
যা কিছু কল্যাণ, দাও প্রভু মোরে তাই
যাতে পরিতা, তারপানা চাই,
হে প্রভু হে প্রভু, হে প্রভু হে প্রভু
ক্লান্ত হৃদয়
ঢেলে দিও তবু নূর,
ঢেলে দিও তবু নূর
হেরে যায় বারে বার মিথ্যার মন্ত্রে, সত্তের দেখা নাহি পাই
জাগতিক বিলাস্ দম্ভ ভরে চলি, ঈমানের বল মনে না -১
আশ্রয় চায় প্রভু, আজাজিল
প্রশান্তি দাও মনের, সুখ অনাবিল
হে প্রভু হে প্রভু, হে প্রভু হে প্রভু
ক্লান্ত হৃদয়
ঢেলে দিও তবু নূর,
ঢেলে দিও তবু নূর