Koira Gela Por Lyrics (কইরা গেলা পর) is a sad song from the very popular singer Kazi Shuvo. The song is quite melodious and touch the heart. It is for all the people whose heart have been broken. Lyric & Tune is written by Faisal Rabbikin. Music by Rohan Raj. The song is starring Ador Ahmed & Sinha. Label of it is Universal Multimedia. Enjoy Koira Gela Por Lyrics (কইরা গেলা পর) in Bangla and English.

কইরা গেলা পর লিরিক্স- কাজী শুভ

  • Song – Koira Gela Por
  • Singer – Kazi Shuvo
  • Lyric & Tune – Faisal Rabbikin
  • Music – Rohan Raj
  • Cast – Ador Ahmed & Sinha
  • Director – Saiful Islam Roman
  • DOP – Mahmud Emon
  • Label- Universal Multimedia
  • Produced by Rakib Hossen Fuhat

Koira Gela Por Lyrics (কইরা গেলা পর) in Bangla Font

কেমন কইরা ছাইরা গেলা

দেইখাও গেলা না

তোমায় কত ভালোবাসি

খবর নিলা না

কেমন কইরা ছাইরা গেলা

দেইখাও গেলা না

তোমায় কত ভালোবাসি

খবর নিলা না

কার বুকে এত সুখে 

বান্ধিয়াছ ঘর 

আমায় তুমি কইরা গেলা

শুধু শুধুই পর রে বন্ধু

শুধু শুধুই পর

আমায় তুমি কইরা গেলা

শুধু শুধুই পর রে বন্ধু

শুধু শুধুই পর

তুমি ছিলা এ জীবনে

একমাত্র আশ্রয়

এখন তোমার স্মৃতি লইয়া 

কাটে যে সময়

তুমি ছিলা এ জীবনে

একমাত্র আশ্রয়

এখন তোমার স্মৃতি লইয়া 

কাটে যে সময়

কার বুকে এত সুখে 

বান্ধিয়াছ ঘর 

আমায় তুমি কইরা গেলা

শুধু শুধুই পর রে বন্ধু

শুধু শুধুই পর

আমায় তুমি কইরা গেলা

শুধু শুধুই পর রে বন্ধু

শুধু শুধুই পর

কত স্বপন তোমায় নিয়া 

দেখছি জীবন ভর

তবে কেনো হইলা বলো 

তুমি দেশান্তর

কত স্বপন তোমায় নিয়া 

দেখছি জীবন ভর

তবে কেনো হইলা বলো 

তুমি দেশান্তর

কার বুকে এত সুখে 

বান্ধিয়াছ ঘর 

আমায় তুমি কইরা গেলা

শুধু শুধুই পর রে বন্ধু

শুধু শুধুই পর

আমায় তুমি কইরা গেলা

শুধু শুধুই পর রে বন্ধু

শুধু শুধুই পর

আমায় তুমি কইরা গেলা

শুধু শুধুই পর রে বন্ধু

শুধু শুধুই পর

আমায় তুমি কইরা গেলা

শুধু শুধুই পর রে বন্ধু

শুধু শুধুই পর

Best Kazi Shuvo Song Lyrics

Leave a Reply