Kolir Holi song Lyrics has been sung, composed & written by Arob Dey. Kolir Holi Lyrics. Kolir Holi Song Lyrics Bangla. Kolir Holi Lyrics By Arob Dey. Fak Holy Ghor Koli mp3 song lyrics in Bangla and English font.

Song Credits

Song: Kolir Holi
Singer, Composer, Lyricist: Arob Dey
Starring: Mir Afsar Ali

Kolir Holi Lyrics in Bengali Font

ভোট আসে ভোট যায়
সব একই থাকে
মানুষ হল মুরগি, কুকুরুকু ডাকে

নেতারা বগল তুলে
শুধু নাড়ে হাত
আর এম.এ পাশ ভাই খায় নুন দিয়ে ভাত

লাল নীল সবুজের মেলা বসেছে
রাঘব বোয়ালদের খেলা বসেছে
খেলা হবে খেলা হবে খেলা হবে জোড়
খেলা শেষে রেফারির ভাঙবে পাঁজর

কাল যিনি রেড ছিলেন, আজ তিনি গ্রীন
পরশু হবে স্যাফরণ, তরশু বিলীন
নেতাদের এত ভাল রং চেঞ্জ দেখে
গিরগিটি তিলে তিলে মারল নিজেকে

তাই এত রং চেঞ্জ করে, কী হবে রে ব্যাটা
কালো রং লেপে নিলেই চুকে যায় ল্যাটা
ড্রেনের নোংরা জলে পিচকিরি ভরে
নেতা দেখলেই মুখে ছুঁড়ে মারো জোরে

বলো
** হোলি ঘোর কোলি
হ্যাপি হোলি, হ্যাপি হোলি

** হোলি ঘোর কোলি
হ্যাপি হোলি, হ্যাপি হোলি

** হোলি ঘোর কোলি
হ্যাপি হোলি, হ্যাপি হোলি

ব্রেকফাস্টে নেতা কাটমানি খায়
গরমের ছুটিতে জার্মানি যায়
ভোটের আগে চলে যায় গরীবের বাড়ি
হাসি মুখে খেয়ে নেয় বাসি তরকারি

জানেন নেতা চাকরির অভাবে
বেকার যুবকেরা Rambo হবে
পাইপগান, পেটো আর দেশি বন্দুকে
নেতার কুর্শিখানা থাকবে যে টিকে

তাই লাভ নেই করে কোনো পরিবর্তন
লঙ্কায় গেলে পরে সবাই রাবণ
কুকুরের হিসি দিয়ে পিচকিরি ভরো
খচ্চর নেতাদের মুখে ছুঁড়ে মারো

বলো
** হোলি ঘোর কোলি
হ্যাপি হোলি, হ্যাপি হোলি

** হোলি ঘোর কোলি
হ্যাপি হোলি, হ্যাপি হোলি

** হোলি ঘোর কোলি
হ্যাপি হোলি, হ্যাপি হোল

Leave a Reply