Lal Genda Phool Lyrics Sohag
Lal Genda Phool Lyrics is a new song by Sohag. Boro Loker Maiya go bob cutting chul lyrics in Bengali is written by Masum. CD Choice Music is the label of the song. Downlad Lal Genda Phool mp3 song Lyrics in Bangla and English Font.
Title: Lal Genda ful lyrics
Singer: Sohag
Lyric n tune: Masum
Music: Ahmed Sajeeb
Video Animation : Gazi Shajahan
Label : CD Choice Music
Lal Genda Phool Lyrics by Sohag
আমি পাগল কেন পাগল, কেন আবোল তাবোল
তাকে না দেখলে বাজে মনে গন্ডগোল
ওরে এ ব্যাথা মাইয়াডা বোঝে না
কারো যেন সে ধার ধারে না
ওরে এ ব্যাথা মাইয়াডা বোঝে না
কারো যেন সে ধার ধারে না
জাইগা হরি, আমি জাইগা হরি,
আমি যাই করি সবই তার কাছেতে ভুল
বড় লোকের মাইয়া গো,
ওরে বড় লোকের মাইয়া গো বব কাটিং চুল
এমন খোঁপায় কেমনে দেব লাল গেন্দা ফুল
বড় লোকের মাইয়া গো বব কাটিং চুল
এমন খোঁপায় কেমনে দেব লাল গেন্দা ফুল
সোজা আঙুলে ঘি ওঠে না, আমার আঙ্গুল ও বাঁকা হয় না
বড় লোকের বেশি বোঝে না, এ পাগল মনের যন্ত্রনা
সোজা আঙুলে ঘি ওঠে না, আমার আঙ্গুল ও বাঁকা হয় না
বড় লোকের বেশি বোঝে না, এ পাগল মনের যন্ত্রনা
জাইগা হরি, আমি জাইগা হরি,
আমি যাই করি সবই তার কাছেতে ভুল
বড় লোকের মাইয়া গো,
ওরে বড় লোকের মাইয়া গো বব কাটিং চুল
এমন খোঁপায় কেমনে দেব লাল গেন্দা ফুল
বড় লোকের মাইয়া গো বব কাটিং চুল
এমন খোঁপায় কেমনে দেব লাল গেন্দা ফুল
আমিও মানুষটা সোজা না, এতো সহজে তোকে ছাড়ছি না
যতই দূরে যাস হারাবি না, আমার ছায়া এড়াতে পারবিনা
আমিও মানুষটা সোজা না, এতো সহজে তোকে ছাড়ছি না
যতই দূরে যাস হারাবি না, আমার ছায়া এড়াতে পারবিনা
চলোনা তুমি চলোনা, একসাথে বলি কবুল
বড় লোকের মাইয়া গো,
ওরে বড় লোকের মাইয়া গো বব কাটিং চুল
এমন খোঁপায় কেমনে দেব লাল গেন্দা ফুল
বড় লোকের মাইয়া গো বব কাটিং চুল
এমন খোঁপায় কেমনে দেব লাল গেন্দা ফুল
আমি পাগল কেন পাগল, কেন আবোল তাবোল
তাকে না দেখলে বাজে মনে গন্ডগোল
ওরে এ ব্যাথা মাইয়াডা বোঝে না
কারো যেন সে ধার ধারে না
ওরে এ ব্যাথা মাইয়াডা বোঝে না
কারো যেন সে ধার ধারে না
জাইগা হরি, আমি জাইগা হরি,
আমি যাই করি সবই তার কাছেতে ভুল
বড় লোকের মাইয়া গো,
ওরে বড় লোকের মাইয়া গো বব কাটিং চুল
এমন খোঁপায় কেমনে দেব লাল গেন্দা ফুল
বড় লোকের মাইয়া গো বব কাটিং চুল
এমন খোঁপায় কেমনে দেব লাল গেন্দা ফুল
লাল গেন্দা ফুল লিরিক্স
ami pagol keno pagal, keno abol tabol
take na dekhle baje mone gondogol
ore e bytha maiyata bojhe na
karo jeno se dhar dhare na
ore e bytha maiyaa ojhe na
karo jeno se dhar dhare na
jaiga hori ami jaiga hori
ami jai kori sobi tar kachete vul
boro loker maiya go
ore boro loker maiya go bob cutting chul
Emon khopay kemne debo lal genda phool