Manus Emono Ache Lyrics
Manus Emono Ache Kolija Buna Koira Dile Koibo lobon Kom Hoise Lyrics is by Akash Islam. Shiuly Sarkar has created the lyrics. Shurov Islam & Akash Islam are the singers of the song. Download Kolija bhuna mp3 song lyrics in Bangla and English font.
Song : Manush
Lyric & Tune : Shiuly Sarkar
Vocal : Shurov Islam & Akash Islam
Music : Akash islam
Manus Emono Ache Lyrics
কিছু মানুষ এমনও আছে
কইলজা ভুনা কইরা দিলে কইব
লবণ কম হইছে
মানুষ এমনও আছে
কইলজা ভুনা কইরা দিলে কইব
লবণ কম হইছে
যার জন্য করবায় চুরি সে তোমায় বানাইছে
মানুষ এমনও আছে
কইলজা ভুনা কইরা দিলে কইব
লবণ কম হইছে
বিশ্বাস কইরা যারে তুমি বুকে দিলা ঠাই
নিজে না খাইয়া তুমি তারে খাওয়াইলা
বিশ্বাস কইরা যারে তুমি বুকে দিলা ঠাই
নিজে না খাইয়া তুমি তারে খাওয়াইলা
দেখবায় বুকে জড়াইয়া পিঠে ছুরি বসাইছে
দেখবায় বুকে জড়াইয়া পিঠে ছুরি বসাইছে
মানুষ এমনও আছে
কইলজা ভুনা কইরা দিলে কইব
লবণ কম হইছে
মানুষ এমনও আছে
কইলজা ভুনা কইরা দিলে কইব
লবণ কম হইছে
আশা দিবো সব দিলাইবো কত মিষ্টি কথা
তোমারে বুঝাইবোতা কত যে মমতা
আশা দিবো সব দিলাইবো কত মিষ্টি কথা
তোমারে বুঝাইবোতা কত যে মমতা
দেখবাই সুযোগ বুঝে মাছ ধরিয়া নাও ডুবাইছে
দেখবাই সুযোগ বুঝে মাছ ধরিয়া নাও ডুবাইছে
মানুষ এমনও আছে
কইলজা ভুনা কইরা দিলে কইব
লবণ কম হইছে
মানুষ এমনও আছে
কইলজা ভুনা কইরা দিলে কইব
লবণ কম হইছে
শিউলি সরকার গানের ছন্দে কইলো বাস্তব কথা
বন্ধু হইয়া বন্ধুর বুকে জালাইওনা চিতা
শিউলি সরকার গানের ছন্দে কইলো বাস্তব কথা
বন্ধু হইয়া বন্ধুর বুকে জালাইওনা চিতা
দেখবাই সেই চিতার আগুনে একদিন তোমায় পুরাইছে
দেখবাই সেই চিতার আগুনে একদিন তোমায় পুরাইছে
মানুষ এমনও আছে
কইলজা ভুনা কইরা দিলে কইব
লবণ কম হইছে
মানুষ এমনও আছে
কইলজা ভুনা কইরা দিলে কইব
লবণ কম হইছে
কলিজা ভূনা লিরিক্স আকাশ ইসলাম
Manush emono ache
Koilja bhuna koira dileo o
Koibo lobon kom hoise
Jar jonno korba churi
Se tomare chur banaiche
Manos emono ase
Kolija bona koira dile koibo
Lobone kom hoise……