Manush Gari Lyrics (মানুষ গাড়ি ) is a brilliant folk song sung by the very talented Bangladeshi Singer Momtaz. Agniveena is the label of the song. Arshi Poribar has given the music of the song. The lyrics and tune of কুদরতি সব করন কারণ একদিন জন্ম একদিন মরন is written by Shah Alam Sarkar. Enjoy Manush Gari Lyrics (মানুষ গাড়ি ) in Bangla Font.

Song Credits

  • Song : Manush Gari
  • Singer : Momtaz
  • Lyric & Tune : Shah Alam Sarker
  • Music : Arshi Poribar
  • Language : Bengali
  • Label : Agniveena

Manush Gari Lyrics (মানুষ গাড়ি ) in Bengali

কুদরতি সব করন কারণ

একদিন জন্ম একদিন মরন

কুদরতি সব করন কারণ

একদিন জন্ম একদিন মরন

দেহ গাড়ির হয় দুই ধরণ

পুরুষ আর নারী

কি চমৎকার কারু কার্য

দেখিতে অতি আশ্চর্য

অটোমেটিক এই মানুষ গাড়ি

কি চমৎকার কারু কার্য

দেখিতে অতি আশ্চর্য

অটোমেটিক এই মানুষ গাড়ি

দুই চক্ষু দুইটা হেডলাইট

ডিউটি করছে ডে নাইট

দুই হাত লেফট আর রাইট বলিহারি

দুই পা দুইটা চাকা মাঝে চমৎকার ফাঁকা

সোজা কি আঁকাবাঁকা চলিফিরি

মনটা গিয়ারে দিছে

বিবেকের ব্রেক আছে

মনটা গিয়ারে দিছে

বিবেকের ব্রেক আছে

জ্ঞানবাবু করিতেছে ট্রাইভারি

কি চমৎকার কারু কার্য

দেখিতে অতি আশ্চর্য

অটোমেটিক এই মানুষ গাড়ি

কি চমৎকার কারু কার্য

দেখিতে অতি আশ্চর্য

অটোমেটিক এই মানুষ গাড়ি

নাকে অক্সিজেন টানে

ফুসফুসে নেয় আর আনে

দুই পাশের দুইটি কানে খবরদারি

মুখেতে ফিটিং যন্ত্র

যন্ত্র নামে বত্রিশ যন্ত্র

খেন্ত নাই যে পর্যন্ত চলবে গাড়ি

কেরামিন আর কাতেবিন

দিছে রাব্বুল আলামিন 

কেরামিন আর কাতেবিন

দিছে রাব্বুল আলামিন 

করিতেছে প্রতিদিন কন্ট্রেক্টকারি

কি চমৎকার কারু কার্য

দেখিতে অতি আশ্চর্য

অটোমেটিক এই মানুষ গাড়ি

কি চমৎকার কারু কার্য

দেখিতে অতি আশ্চর্য

অটোমেটিক এই মানুষ গাড়ি

গাড়িতে দশ দরজা 

একটা বন্ধ সর্বদা

কলবে আছে খোদা

মূল মিস্ত্রি

সুষমা পিরাইনগ

নিনমাংসে বুর্জলিংগ

তার উপর মর্ধাঙ্গো

নারী ভুরি

শাহ আলম ভেবে বলে

চলছে হায়াতের তেলে

শাহ আলম ভেবে বলে

চলছে হায়াতের তেলে

একবার তেল ফুরাইলে

চলতে নারি

কি চমৎকার কারু কার্য

দেখিতে অতি আশ্চর্য

অটোমেটিক এই মানুষ গাড়ি

কি চমৎকার কারু কার্য

দেখিতে অতি আশ্চর্য

অটোমেটিক এই মানুষ গাড়ি

কুদরতি সব করন কারণ

একদিন জন্ম একদিন মরন

কুদরতি সব করন কারণ

একদিন জন্ম একদিন মরন

দেহ গাড়ির হয় দুই ধরণ

পুরুষ আর নারী

কি চমৎকার কারু কার্য

দেখিতে অতি আশ্চর্য

অটোমেটিক এই মানুষ গাড়ি

কি চমৎকার কারু কার্য

দেখিতে অতি আশ্চর্য

অটোমেটিক এই মানুষ গাড়ি

কি চমৎকার কারু কার্য

দেখিতে অতি আশ্চর্য

অটোমেটিক এই মানুষ গাড়ি

Manush Gari Lyrics (মানুষ গাড়ি ) in English

Kudroti sob Koron Karon

Ekdin Jonmo Ekdin Moron

Deho Garir Hoy du dhoron

Purush ar nari

Ki chomotkar karu karjo

Dekhite oti aschorjo

Autometic ei manush gari……

Leave a Reply