Matir Pinjiray Sony Lyrics (মাটির পিঞ্জিরায়) is written by Pagol Hasan. Singer of the song is Pagol Hasan himslef. Music has given by Remo Biplob. The label of this folk song Agniveena. So, without wasting your time, let’s enjoy Matir Pinjiray Sony Lyrics (মাটির পিঞ্জিরায়) in Bangla font.
- Song : Matir Pinjiray
- Singer : Pagol Hasan
- Lyric & Tune : Pagol Hasan
- Music : Remo Biplob
- Language : Bangla
- Label : Agniveena
Matir Pinjiray Sony Lyrics (মাটির পিঞ্জিরায়) in Bangla Font
সুয়াইয়া ফুলের বিছানায়
করবো বাতাস তোমার গায়
আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়
সুয়াইয়া ফুলের বিছানায়
করবো বাতাস তোমার গায়
সুয়াইয়া ফুলের বিছানায়
করবো বাতাস তোমার গায়
আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়
ও তুমি আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়
সুয়াইয়া ফুলের বিছানায়
করবো বাতাস তোমার গায়
সুয়াইয়া ফুলের বিছানায়
করবো বাতাস তোমার গায়
আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়
ও তুমি আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়
ও বন্ধু রে আমি কি আর আমার আছি
কবেই তোমার হোয়ে গেছি
মরি বাচি তোর চরণ ছায়ায়।
ও বন্ধু রে আমি কি আর আমার আছি
কবেই তোমার হোয়ে গেছি
মরি বাচি তোর চরণ ছায়ায়।
ভিন্ন যদি বাসবা তুমি, কুলবিনাসা বানাইবা
ভিন্ন যদি বাসবা তুমি, কুলবিনাসা বানাইবা
আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়
ও তুমি আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়
ও বন্ধু রে, কপোলেতে টিকা দিয়া
প্রেম সাগরে নাও ভাসায়া
তুমি হীনা দরদী কেউ নাই
ও বন্ধু রে, কপোলেতে টিকা দিয়া
প্রেম সাগরে নাও ভাসায়া
তুমি হীনা দরদী কেউ নাই
পাগল হাসান ভাইসা রইলো চন্দ্রহিনা জোছনায়
পাগল হাসান ভাইসা রইলো চন্দ্রহিনা জোছনায়
আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়
ও তুমি আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়
সুয়াইয়া ফুলের বিছানায়
করবো বাতাস তোমার গায়
আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়
ও তুমি আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়
সুয়াইয়া ফুলের বিছানায়
করবো বাতাস তোমার গায়
সুয়াইয়া ফুলের বিছানায়
করবো বাতাস তোমার গায়
আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়
ও তুমি আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়
আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়
ও তুমি আওরে বন্ধু মাটির পিঞ্জিরায়……….
মাটির পিঞ্জিরায় লিরিক্স
Suyaiya Fuler Bichanay
Korbo Batash Tomar Gay
Aayre bondhu matir pinijiray
O Bondhu re ami ki ar amar achi,
Kobei tomar hoye gechi
Mori Bachi tor choron chayay