Mawla Tumi Dakbe Jedin Lyrics is by Heaven Tune. Lyrics and tune by Jobayer Bokhtiar. Gazi Anas Rawshan is the singer of the song. It is a beautiful islamic Gojol song. Downlaod Mawla Tumi Dakbe Jedin mp3 song lyrics in Bangla and English Font.
Song Credits
Singer: Gazi Anas Rawshan
Lyric & Tune: Jobayer Bokhtiar
Co- Singer:
Hasan Nakib,
Kutubuddin Kayes,
Abir Ahmed Roshan,
Abdul Aziz,
Abir Hossain Tarek,
Arfin Said,
Fahim Mahmud,
Tawkir Ahmed Fardin &
Heaven Tune Cultural Troop.
Mawla Tumi Dakbe Jedin Lyrics
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
মধুর কালিমাখানা ভাসায় দিও কানে
যেন মরণ ব্যথা ভুলি শান্তি পাই এ প্রাণে ।।
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
এইতো চাহে তোমার দ্বারে আমার অবুঝ মন
বানাইওনা উতবা সায়বা লাহাবের মতন
এইতো চাহে তোমার দ্বারে আমার অবুঝ মন
বানাইওনা উতবা সায়বা লাহাবের মতন
বানাইওনা আবু জেহেল তোমারে না মানে ।।
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
জন-প্রিয়জন প্রতিবেশী আত্মীয়স্মজন
সবার সাথে হয়গো যেন সাক্ষাৎ ও কথন
জন-প্রিয়জন প্রতিবেশী আত্মীয়স্মজন
সবার সাথে হয়গো যেন সাক্ষাৎ ও কথন
সবার সাথে দেখা যেন হয় সে কঠিন ক্ষণে।।
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
মধুর কালিমাখানা ভাসায় দিও কানে
যেন মরণ ব্যথা ভুলি শান্তি পাই এ প্রাণে ।।
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে
মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে ।।