Mitthe Shopno Lyrics (মিথ্যে স্বপ্ন) is a song by Sahid Sami. Mahfuzur Rahman is the music composer. Ami Mitthe Sopner Majhe Choli lyrics in Bengali is written by Shakawat Talukder. The film is starring Sahid Sami, Anika & Asif. Download Mitthe Shopno mp3 song Lyrics in Bangla and English font.
Song Credits
- Song : Mitthe Shopno
- Singer : Sahid Sami
- Music : Mahfuzur Rahman
- Lyric : Shakawat Talukder
- Tune : Nahin Ahsan
- Cast : Sahid Sami, Anika & Asif
- Direction : Firoz Sorkar
- Language : Bangla
- Label : Agniveena
Mitthe Shopno Lyrics Bengali
আমি মিথ্যে স্বপ্নের মাঝে চলি
হাটি ভুল শহরের অলি গলি
আমি নিজে লুকিয়ে রেখেছি আমাকে
আমার স্বপ্নেই কথাগুলি
আমি মিথ্যে স্বপ্নের মাঝে চলি
হাটি ভুল শহরের অলি গলি
আমি নিজে লুকিয়ে রেখেছি আমাকে
আমার স্বপ্নেই কথাগুলি
মিথ্যে সপ্ন, মিথ্যে সব আশা
দেখে আমার দু চোখ
তবুও খুঁজে দেখেনা আমার তোমার ওই মুখ
মিথ্যে সব, মিথ্যে সপ্ন, দেখে আমার ওই দু চোখ
তবুও খুঁজে দেখে না আমার তোমার ওই মুখ
ভেবেছি খুঁজে পাবো তোমায়,
ইট পাথরের কোনো গলিতে।
আমি ভেবেছি হয়তো কোনো নিশ্চুপ নগরীতে
খুঁজে পাবো তোমায় কুয়াশার কোনো রাতে
মিথ্যে সপ্ন, মিথ্যে সব আশা
দেখে আমার দু চোখ
তবুও খুঁজে দেখে না আমার তোমার ওই মুখ
মিথ্যে সব, মিথ্যে সপ্ন, দেখে আমার ওই দু চোখ
তবুও খুঁজে দেখে না আমার তোমার ওই মুখ।