Mofiz khaiso Lyrics in Bengali Band Ghuri newVideo Song publish by “Akash Islam ” Youtube. Channel 25th September 2020.  mofiz khaiso Lyrics in Bengali Video Song Singer by Band Ghuri [Akash Islam, Shurov Islam]Today We will only update the lyrics of mofiz khaicho Lyrics in Bengali video song.

Song Credits

Song: jan bole dak – মফিজ খাইছো | mofiz khaicho
Singer: Band Ghuri [Akash Islam, Shurov Islam]
Lyrics: Faruk khan
Tune: Akash Islam
Band: Band Ghuri (ব্যান্ড ঘুড়ি)YT Channel: Akash Islam – Band GhuriSubscriber: 808K subscribers

jan bole dak Song Lyrics in Bengali

মফিজ খাইছো শেফালির মা আমি না খাইছিতুমি খাইছো।কী কর?আমি না এখন একটা গান গাইমো,তুমি ইউটুব আছে না, আকাশ ইসলাম চ্যানেলে দেখ,আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি গিয়ে দেখি,তুমি ভালো মতে গাও।


Jan bole dak Full Lyrics

উরু উরু মনটা রে তুই একটু ধইরা রাখ,
আমারে তুই আপন ভাইবা জান বলে ডাক।

উরু উরু মনটা রে তুই একটু ধইরা রাখ,
আমারে তুই আদর কইরা জান বলে ডাক।

এই মিনতি তোর কাছে তুই আমার পাশে থাক
আমারে তুই আপন ভাইবা জান বলে ডাক।

আমারে তুই আদর কইরা জান বলে ডাক ….

এনে দিব চাঁদটা তরে চাইলে কলিজা
তর পিরিতে দেখাব রে হাজার মজিজা। (২)

আমার সদা ভালোবাসায় নাইরে কোনো দাগ
আমারে তুই আপন ভাইবা জান বলে ডাক।

আমারে তুই আদর কইরা জান বলে ডাক ….

তর কথাতে ফুটে রে ফুল কাঁদলে ঝড়ে মেঘ
তুই ডাকলে আসব ছুটে নিয়ে ঝড়ের বেগ। (২)

মইরা যামু করলে তুই আামার সাথে রাগ
আমারে তুই আপন ভাইবা জান বলে ডাক।

উরু উরু মনটা রে তুই একটু ধইরা রাখ,
আমারে তুই আপন ভাইবা জান বলে ডাক। (২)

আমারে তুই আদর কইরা জান বলে ডাক ….

আমারে তুই আপন ভাইবা জান বলে ডাক ….

Leave a Reply