Moira Gele Kanba Thiki Lyrics by Sathi Khan is a new Bangla song. It is written by Sheikh Nazrul and featuring Rezwan Sheikh’s wonderful melody. HM Voice is the publisher of this song. See Moira Gele Kanba Thiki Lyrics in Bangla and English font.
Song Credits
Song: Moira Gele Kanba Thiki
Singer: Sathi Khan
Lyrics: Sheikh Nazrul
Music: Rezwan Sheikh
Label: HM Voice
Moira Gele Kanba Thiki Lyrics in Bengali
মইরা গেলে কানবা ঠিকই
বাঁইচা থাকতে বুঝলা না
হাতের ধন ঠেললা পায়ে
আপন মানুষ খুঁজলা না
আঙুল ধরে তাকাই দেখো
মায়া মায়া লাগবে গো
চোখটা একটু বাঁকাই দেখো
কষ্ট মনে জাগবে গো
হারাই গেলে সাধবা ঠিকই
এখন যারে ভুজলা না
হাতের ধন ঠেললা পায়ে
আপন মানুষ খুঁজলা না
কপালে হাত রাইখা দেখো
নিজের ভাগ্য পাইবা গো
ঠোঁটের কাছে থাইকা দেখো
থাকতে আরও চাইবা গো
একা একা হাসবা ঠিকই
আজ যে ভাষা বুঝলা না
হাতের ধন ঠেললা পায়ে
আপন মানুষ খুঁজলা না