Mon Pagla Lyrics- The song “Mon Pagla” is performed by Mahtim Sakib and Rodia Ashiquzzaman for the Bengali movie “Local”. The film features Ador Azad, Bubly, and other actors. The music is composed by JK Majlish, and the Bengali lyrics for “Mon Pagla” are written by Plaban Imdad. “Local” is directed by Saif Chandan with the story penned by Ferari Forhad.
Song Details
- Song : Mon Pagla
- Movie : Local
- Singer: Mahtim Sakib & Rodia Ashiquzzaman
- Lyrics : Plaban Imdad
- Composer & Music Director : JK Majlish
- Music Arrangement : Meer Masum
- Produced by : Cleopatra Films
Mon Pagla Song Lyrics In Bengali
শহরের সব আলো ছাপিয়ে
জোনাকি দেখিস তুই তাকিয়ে,
আমাকেও দেখানা।
টুপটাপ মনে বৃষ্টি নামে
একা ভিজে যাস লুকোচুরি প্রেমে
আমাকেও ভেজানা।
আমি জানি ওই, দুচোখে অথৈ
জমে আছে কথা না বলা,
মন পাগলা ..
এটা বোঝে কে তুই ছাড়া,
মন পাগলা ..
কথা বলে দে, যত না বলা।।
কবে বসে পরানের ঘাসে
এলে বেলে ক্ষোভের পাশে
সিস দোয়েল ওড়ে,
থাকে চুপ যদি যাস উড়ে।
রুপোর কাঁঠিতে ঘুম ভাঙালি
ছায়া উঠোনে রোদ মাখালি,
ছুঁড়ে দিলি দানা মনে
কোথা উড়ে চলে কে তা জানে।
তোর চোখ জানালায়
কথা গুলো দোল খায়,
লুকোচুরি খেলা ধরা।
ছল ছল জল ওরে তুই এসে বলে দে
ডুবি চোখ বোঝে কি কেউ মন উতলা।
মন পাগলা ..
এটা বোঝে কে তুই ছাড়া,
মন পাগলা ..
কথা বলে দে, যত না বলা।।
আমি জানি ওই, দুচোখে অথৈ
জমে আছে কথা না বলা,
মন পাগলা ..
এটা বোঝে কে তুই ছাড়া,
মন পাগলা ..
কথা বলে দে, যত না বলা।।
মন পাগলা লিরিক্স – মহাতিম সাকিব
Shohorer sob aalo chapiye
Jonaki dekhis tui takiye
Amakeo dekhana
Tuptap mone brishti naame
Eka vije jas lukochuri preme
Amakeo vejana
Ami jani oi duchokhe othoi
Jome ache kotha na bola
Mon pagla eta bojhe ke tui chara
Mon pagla kotha bole de joto na bola
Kobe bose poraner ghase
Elebele khober pashe
Sis doyel ore
Thake cup jodi jas ure
Rupor kathite ghum vangali
Chaya uthone rod makhali
Chure dili dana mone
Kotha ure chole ke taa jaane
Tor chokh janalay kotha gulo dool khay
Lukochuri khela dhora
Chhol chhol jol ore tui eshe bole de
Dubi chokh bojhe ki keu mon utola