Moner Gohine Lyrics is sung by Moushum Ahmed. The lyrics of Moner Gohine is written by the singer himself. The sopng is casting Ruksar and asif. Download Moner gohine mp3 song lyrics in Bangla and English font.
Song Credits
- Song: Moner Gohine
- Singer: Moushum Ahmed
- Lyric & Tune: Moushum Ahmed
- Music: Rashed Korg
- Cast: Ruksar & Asif
- DOP: Ridoy
- Edit: Babu
- Director: Moushum Ahmed
- Label: Sangeeta
Moner Gohine Lyrics in Bengali
মনের ও গহিনে খুব যতনে
রেখেছি তোমাকে আমি।
যেওনা নাগো চোলে
একা ফেলে মোরে
পাশে থেকো আজীবন তুমি।
মনের ও গহিনে খুব যতনে
রেখেছি তোমাকে আমি।
যেওনা নাগো চোলে
একা ফেলে মোরে
পাশে থেকো আজীবন তুমি।
তুমি হীনা যে কাটেনা এবেলা
রাত এলে যে লাগে সুধু একা।
তুমি হীনা যে কাটেনা এবেলা
রাত এলে যে লাগে সুধু একা।
তুমি আসে পাশে থাকলে ভালো লাগে।
মায়া ভরা ওই মুখে কি যে যাদু আকে।
তুমি আসে পাশে থাকলে ভালো লাগে।
মায়া ভরা ওই মুখে কি যে যাদু আকে।
হাতে হাত রেখে তুমি আমি তাই পুরোটা জীবনি
পারি দিতে চাই।
তুমি হীনা যে কাটেনা এবেলা
রাত এলে যে লাগে সুধু একা।
তুমি হীনা যে কাটেনা এবেলা
রাত এলে যে লাগে সুধু একা।
তুমি হীনা যে কাটেনা এবেলা
রাত এলে যে লাগে সুধু একা।
তুমি হীনা যে কাটেনা এবেলা
রাত এলে যে লাগে সুধু একা।