Monta Amar Kade Lyrics is sung by Rehman Shakil. Konta Ekta Nojor Dekhar Lagi Monta Amar Kade lyrics. S Music production is the label of the song. This sad song is starring Masum Khan | Tanjil Fariya | Khan Sabbir & Saimon.

Song Credits

Song : Monta Amar Kade
Singer: Rehman Shakil
Lyric n Tune: Rehman Shakil
Cast: Masum Khan | Tanjil Fariya | Khan Sabbir & Saimon
Label :- S Music Production

Monta Amar Kade Lyrics in Bengali

মনে মনে আজো ভাবি তোমায়।
তুমি কি জানোনা
বেঁচে থাকার ঠিকানা তুমি
আমারও নিঃশ্বাসে বিশ্বাসে তুমি
পাগল হয়ে যাই দেখে
তোর ওই মায়াবি মুখের হাঁসি।
মনেরি মাঝে তাই তো আমি
একে যাই তোমার ও ছবি
কন্যা একটা নজর দেখারও লাগি
মনটা আমার কাদে
তুমি ছাড়া বলো
আপন আমার কে বা বলো আছে
কন্যা একটা নজর দেখারও লাগি
মনটা আমার কাদে
তুমি ছাড়া বলো
আপন আমার কে বা বলো আছে

কন্যা একটা নজর দেখারও লাগি
মনটা আমার কাদে
তুমি ছাড়া বলো
আপন আমার কে বা বলো আছে

কন্যা একটা নজর দেখারও লাগি
মনটা আমার কাদে
তুমি ছাড়া বলো
আপন আমার কে বা বলো আছে
ও প্রানসখি গো তুমি যে সুধু আমারি
তবে ভুলে যে না কখনো আমাকে
এটাই আমার দাবি
জেনে রেখো তুমি ভালো বেশে যাবো
যত দিন আছে দেহেতে প্রাণ
সারাটা জীবন গেয়ে যাবো
আমি তোমাকে নিয়ে আমারি গান

কন্যা একটা নজর দেখারও লাগি
মনটা আমার কাদে
তুমি ছাড়া বলো
আপন আমার কে বা বলো আছে

কন্যা একটা নজর দেখারও লাগি
মনটা আমার কাদে
তুমি ছাড়া বলো
আপন আমার কে বা বলো আছে

কন্যা একটা নজর দেখারও লাগি
মনটা আমার কাদে
তুমি ছাড়া বলো
আপন আমার কে বা বলো আছে

কন্যা একটা নজর দেখারও লাগি
মনটা আমার কাদে
তুমি ছাড়া বলো
আপন আমার কে বা বলো আছে
কন্যা একটা নজর দেখারও লাগি
মনটা আমার কাদে
তুমি ছাড়া বলো
আপন আমার কে বা বলো আছে
কন্যা একটা নজর দেখারও লাগি
মনটা আমার কাদে
তুমি ছাড়া বলো
আপন আমার কে বা বলো আছে।

Leave a Reply