Moyna Re 2Lyrics (ময়নারে ২) is a sad song sung by Polok Sumon. Lyics by Emdad Sumon. Tune by Masum. Models of the songs are Anan Khan, Dolon, JC Jahid. Direction by CD Choice Music Team. Edit by Masud Rana. Enjoy Moyna Re 2Lyrics (ময়নারে ২) by Polok Sumon in Bangla and English Font.

Song Credits

  • Song : Moyna Re 2 | ময়নারে ২
  • Singer : Polok Sumon
  • Lyrics : Emdad Sumon
  • Tune : Masum
  • Music : Johny
  • Label : CD Choice Music
  • Model : Anan Khan, Dolon, JC Jahid
  • Color Grading & Title : Gazi Shajahan
  • Edit : Masud Rana
  • DOP : Gazi Shajahan & Sumon Imran
  • Direction : CD Choice Music Team

Moyna Re 2Lyrics (ময়নারে ২) in Bengali Font

আমায় তুই ছাইরা জাবি 

ভুলেও ভাবী নাই

তোর ওই মুখটা রোজ সপণে

দেখতে আমি পাই

তুই তো ছিলি অনেক ভালো

অন্য জনের ঘরে

আমি তো নাইরে ভালো 

তোর বিহনে

আমায় তুই ছাইরা জাবি 

ভুলেও ভাবী নাই

তোর ওই মুখটা রোজ সপণে

দেখতে আমি পাই

তুই তো ছিলি অনেক ভালো

অন্য জনের ঘরে

আমি তো নাইরে ভালো 

তোর বিহনে।

আবার কেনো দেখা দিলি

বুকের মাঝে ক্ষত বারাইলি

আবার কেনো দেখা দিলি

বুকের মাঝে ক্ষত বারাইলি

ও ময়না ও ময়না রে 

কাটা গায়ে লবণ ছিটাইলি

ও ময়না ও ময়না রে 

কাটা গায়ে লবণ ছিটাইলি

তুই তো ছিলি এই জীবনের

জোছনা রাতের আলো

তোরে ছাড়া সবকিছুই আমার 

লাগে আঁধার কালো

বুকের মাঝে পুইসা রাখতাম 

কত যতন করে

তবু তুই চইলা গেলি 

পর কইরা  আমারে

তুই তো ছিলি এই জীবনের

জোছনা রাতের আলো

তোরে ছাড়া সবকিছুই আমার 

লাগে আঁধার কালো

বুকের মাঝে পুইসা রাখতাম 

কত যতন করে

তবু তুই চইলা গেলি 

পর কইরা  আমারে

আবার কেনো দেখা দিলি

বুকের মাঝে ক্ষত বারাইলি

আবার কেনো দেখা দিলি

বুকের মাঝে ক্ষত বারাইলি

আবার কেনো দেখা দিলি

বুকের মাঝে ক্ষত বারাইলি

আবার কেনো দেখা দিলি

বুকের মাঝে ক্ষত বারাইলি

ও ময়না ও ময়না রে 

কাটা গায়ে লবণ ছিটাইলি

ও ময়না ও ময়না রে 

কাটা গায়ে লবণ ছিটাইলি

কষ্ট গুলো লুকায় ছিলাম

বাইন্ধা রিদ পিঞ্জরে

সারা নিশি কাদতাম শুধু

তোর স্মরণে

দুঃখ সুখে হইছি পাথর

যাইনাই সব ভুলিয়া

জানতাম তুই আসবি আমার

কাছেতে ফিরিয়া

কষ্ট গুলো লুকায় ছিলাম

বাইন্ধা রিদ পিঞ্জরে

সারা নিশি কাদতাম শুধু

তোর স্মরণে

দুঃখ সুখে হইছি পাথর

যাইনাই সব ভুলিয়া

জানতাম তুই আসবি আমার

কাছেতে ফিরিয়া

আবার কেনো দেখা দিলি

বুকের মাঝে ক্ষত বারাইলি

আবার কেনো দেখা দিলি

বুকের মাঝে ক্ষত বারাইলি

ও ময়না ও ময়না রে 

কাটা গায়ে লবণ ছিটাইলি

ও ময়না ও ময়না রে 

কাটা গায়ে লবণ ছিটাইলি

Leave a Reply