The Bengali devotional song ‘Murali Kande’ has been sung by Madhuraa Bhattacharya, with music arranged and programmed by Rupak Tiary. This song has been previously sung by various artists including Santosh Sengupta, Adity Mohsin, Laisa Ahmed Lisa, Nupurchhanda Ghosh in their own unique styles. The lyrics of ‘Murali Kande’ in Bengali were written by Atul Prasad Sen, and it is a devotional song dedicated to Lord Krishna.

Song Credits

Song : Murali Kande
Composer & Lyricist : Atul Prasad Sen
Singer : Madhuraa Bhattacharya
Mix & Mastered by : Rupak Tiary
Song Supervised by : Sampa Bhattacharya
Label : SVF Devotional

Murali Kande Song Lyrics In Bengali

মুরলী কাঁদে রাধে রাধে বোলে
মুরলী কাঁদে রাধে রাধে বোলে,
শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে
শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে
রাধে রাধে বোলে,
মুরলী কাঁদে রাধে রাধে বোলে।

দেখো যমুনা জলে শূন্য তরী দোলে
শূন্য ঝোলে ঝুলা নীপতরু তলে,
দেখো যমুনা জলে শূন্য তরী দোলে
শূন্য ঝোলে ঝুলা নীপতরু তলে,
রাধে রাধে বোলে
মুরলী কাঁদে রাধে রাধে বোলে,
মুরলী কাঁদে রাধে রাধে বোলে।।

কুঞ্জে নীরব পাখি পুচ্ছ মেলেনা শিখি
পবন থাকি থাকি দীরঘ নিঃশ্বাস ফেলে,
কুঞ্জে নীরব পাখি পুচ্ছ মেলেনা শিখি
পবন থাকি থাকি দীরঘ নিঃশ্বাস ফেলে,
এসো গো মানিনী মাধো বিমোহিনী
এসো বিরোহিনী এসো বঁধু গলে,
এসো গো মানিনী মাধো বিমোহিনী
এসো বিরোহিনী এসো বঁধু গলে,
শ্যাম শ্যাম বোলে।

মুরলী কাঁদে রাধে রাধে বোলে
শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে
শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে,
রাধে রাধে বোলে,
মুরলী কাঁদে রাধে রাধে বোলে
মুরলী কাঁদে রাধে রাধে বোলে।।

মুরলী কাঁদে রাধে রাধে বোলে লিরিক্স

Murali kande radhe radhe bole
Shyam sundor bhase nayan jole
Radhe radhe bole
Murali kaande radhe radhe bole
Dekho jamuna jole shuno tori dole
Shunno jhole jhula nipotoru tole
Radhe radhe bole
Muroli kande radhe radhe bole
Kunje nirob pakhi puccho melena shikhi
Paban thaki thaki dirgho nishwash fele
Esho go manini madho bimohini
Esho birohini esho bodhu gole
Shyam shyam bole

Leave a Reply