Musafir is a new Islamic Gojol. MUSAFIR LYRICS is superbly written and you will truly love to see it. Have a look at the entire lyrics in bangla. Enjoy and share with friends. Have a look at it which is written well.
Song Credits
Title : Musafir ( মুসাফির )
Singer : Abu Rayhan, Mahfuzur Rahman Jaber, Arif Ariyan, Abdur Rahman Rasel
Lyric: Tareq Al Mahdi
Tune: H Ahmad Director: H Al Haadi
Sound Design : Tanzim Reza Record
Label: Tarana Records
MUSAFIR LYRICS (মুসাফির লিরিক্স)
জীবনের পাথ ধরে হেঁটে চলি রোজ
কেটে যায় হায়াতের দিন
জানিনা কভু কোথায় উঠবে বেজে
এ চলার বিদায়ের বীণ (২)
পড়ে রবে হৃদয়ের সাতরঙা ক্যনভাস
থেমে যাবে সফরের রথ…
কুল্লু নাফসিন যাইকাতুল মাওত (৩)
শখের এই টাকাকড়ি দালান বাড়ি
কিছুই তো রবেনা অমর
শুভ্র বসন গাঁয়ে যেতে হবে একদিন
অচিন এই আঁধার কবর (২)
থাকতে সময় ফিরে এসো অবোধ মন
ঐ ডাকে কোরানের পথ….
কুল্লু নাফসিন যাইকাতুল মাওত (৩)
এ ধরার মিছে মোহ মায়াতে ডুবে
করেছি তোমায় আমি পর
নাফরমানির রশি টেনে চলি অবিরাম
নেই বুকে মরনের ডর (২)
অপার রহম দিয়ে মুক্তি দিও সেদিন
বসবে তোমার আদালত….
কুল্লু নাফসিন যাইকাতুল মাওত (৩)