Na Pawar Golpo Bangla Lyrics (না পাওয়ার গল্প) is by Encore Band. The melodious song is directed by Sajaan S. Alam. download Na Pawar Golpo Bangla Lyrics by Encore
Song Credits
- Song Details:
- Name: Na Pawar Golpo (না পাওয়ার গল্প)
- Band: Encore
- Directed by Sajaan S. Alam
Na Pawar Golpo Bangla Lyrics Bengali
স্বর্গ থেকে নেমে আসা ডানা কাটা পরী আমার
তার সাথে কথা বলা হলো না আমার।।
এ কী ভুল করেছো তুমি আমায় ভুলে গিয়ে…
কত দূর যাবে তুমি
আমায় ফেলে একা,
তোমার ডানা দুটি আমি
যে পুড়িয়ে ফেলেছি।
শুকনো পাতারই মতো
তুমিও ঝরে যাবে,
তোমার সব কিছু মিশে যাবে ধুলোর সাথে।
কেও কভু জানবে না অলস বিকেলে তোমায় খুজেছি কত,
কষ্টের তাড়না ফুলের সুবাসে শুখিয়েছি হৃদয় কত
হতে পারে ভুল মানুষের পরীর পক্ষে কী করে সম্ভব হয়
আগুন জ্বলবে নরকে তোমার অভিশপ্ত প্রেম।
গান শোনার এক্সপেরিয়েন্স উন্নত করুন

boAt Rockerz 255 Pro+- এর সাথে
- 40 Hours Playback.
- IPX7 Dust and Water Resistant.
- Dual Pairing.
- In-built Mic.
এ কী ভুল করেছো তুমি আমায় ভুলে গিয়ে…
কত দূর যাবে তুমি
আমায় ফেলে একা,
তোমার ডানা দুটি আমি
যে পুড়িয়ে ফেলেছি।
শুকনো পাতারই মতো
তুমিও ঝরে যাবে,
তোমার সব কিছু মিশে যাবে ধুলোর সাথে।