Nari Tumi Lyrics is by Kureghor Band. It is sung by Tasrif Khan, a very talented singer from Bangladesh.Tarik Abedin has these beautiful lyrics. Download Nari Tumi Mp3 song lyrics in Bangla and Engish font.
Song Credits
- Song : Nari tumi (নারী তুমি)
- lyric : Tarik Abedin (emon)
- Composer & Vocal : Tasrif khan
- Sound & Video : Tanjeeb Khan
Nari Tumi Lyrics Kureghor Band in Bengali Font
নারী তুমি খুব শক্তিশালী
নারী তুমি উদ্যম,
নারী তুমি হলে সারাটা জীবন
জয় করা সংগ্রাম!
নারী মানে হলো মায়ের আদর
বোনের ভালোবাসা,
নারী তুমি এই মানব জাতির
মুখের প্রথম ভাষা!
নারী মানে হলো মানুষ গড়ার
উত্তম কারিগর,
নারী মানে হলো মায়া মমতায়
আলোকিত করা ঘর!
নারী নারী তুমি এবং নারী
তোমরা মায়ের জাতি,
তোমার পায়ের নিচে জান্নাত
আঁধার ঘরের বাতি !
নারী হলে তুমি এই জগতে
স্রষ্টার সেরা দান,
তোমাকে জানাই হাজারও সালাম
শ্রদ্ধা ও সম্মান!
নারী জাতি কোনো ছেলে খেলা নয়
ভোগ বিলাশের জন্য,
নারী কভু নয় মডেলিং আর
বিজ্ঞাপনের পণ্য!
নারী শুধু নয় মুখ বুজে থাকা
বোবা কান্নার ছবি,
নারী তুমি হলে এই সমাজের
চির উজ্জল রবি!!
নারী তুমি নও টলমল করাl
পদ্ম পাতার পানি,
যতই আঘাত আসুক তোমার
জীবন করোনা হানি!
নারী নারী তুমি এবং নারী
তোমরা মায়ের জাতি,
তোমার পায়ের নিচে জান্নাত
আঁধার ঘরের বাতি !
নারী হলে তুমি এই জগতে
স্রষ্টার সেরা দান,
তোমাকে জানাই হাজারও সালাম
শ্রদ্ধা ও সম্মান!
নারী তুমি আজ ঘরে বাহিরে
সমাজের কান্ডারি,
রাখুনি থেকে সংসদে গেছ
বহুপথ দিলে পারি,
নারী তুমি আজ আন্দোলনে
বিজয়ের করিডোর
শিক্ষা সেবায় বিজ্ঞানে তুমি,
তুমি বেধে রাখ ঘর!
নারী তুমি হলে প্রতিটা ঘরের
সুন্দর সমাধান,
অর্ধেক নয় তারও বেশি আছে
নারীদের অবদান!
নারী নারী তুমি এবং নারী
তোমরা মায়ের জাতি,
তোমার পায়ের নিচে জান্নাত
আঁধার ঘরের বাতি !
নারী হলে তুমি এই জগতে
স্রষ্টার সেরা দান,
তোমাকে জানাই হাজারও সালাম
শ্রদ্ধা ও সম্মান!
বহুপথ দিলে পারি