Narider Dao Fasi Lyrics is sung by Tasrif Khan. It is a presentation of Kureghor Band. Tanbhir Siddiki is the lyricist of the song. download Narider Dao Fashi mp3 song Lyrics in Bangla and English font. Narider Dao Fashi Lyrics. Narider Dao Faasi Lyrics.

Song Credits

  • নারীদের দাও ফাঁসি – Tasrif Khan | Kureghor Band | Narider Dao Fashi
  • Vocal & Composition- Tasrif Khan
  • Songwriter- Tanbhir Siddiki

Narider Dao Fasi Lyrics

ধর্ষিতা দের সাজা হতে হবে
ধর্ষকের কেন খোজ ?
সমাজ বলেছে ঘরে রবে নারী
কেন তারা বের হয় রোজ?
কেন প্রতি দিন এখানে ওখানে
নারীদের যায় দেখা?
কেনই বা তারা সন্ধ্যে বেলায়
বের হয় পথে একা!?

সমাজ বলেছে ছেলেরা এমনই
দুষ্টুমিতে ভরা,
কেন বোকা নারী ছেলেদের হাতে
বারে বারে দেয় ধরা?

নিশ্চই তারা ছলনা করে
ছেলেদের ডাকে কাছে
পোশাকে আশাকে ঠিক নেই
আরও কত দোষ আরো আছে!

আমি বলি এই ধর্ষন রোধে
নারীদের দাও ফাসি
তবেই মিটবে ধর্ষন কেস
সমাজের মুখে হাসি!!
আমরা পুরুষ জাতে ধর্ষক
এভাবেই গড়া প্রাণী
মনে মনে কত ধর্ষন করি
আমরাই শুধু জানি!

শুধু একটু সাহস এর অভাব
তাই পারিনা জোড়ে
ধরে নিয়ে যেতে প্রতিদিন আমি
যাকেই ইচ্ছে করে!
শুধু মাঝে মাঝে সুযোগ এলে
হঠাৎ কোন ক্ষনে,
ধর্ষক রুপ বের হয়ে আসে
কি যেন আন মনে!

কি এমন দোষ বুঝেই পাইনা
কেন এত কথা হয়?
বের হয় কেন, বেহায়া নারী
কেন নাই মনে ভয়??

দুয়েকটা ভাই হয়েই তো যায়
এ এমন কি কাজ?
আমি ধর্ষক বলছি তোমায়
এ আমার সমাজ!

এই যে মেয়ে, আর কটা দিন
প্রস্তুতি নিয়ে রাখ
তোমার ছেলেই ধর্ষক হবে
তুমি নিশ্চিত থাক !
তখন তুমিই তার পাশে থেকে
রক্ষা করো তাকে!
ধর্ষিতারই সাজা হয় যেন,
ছেলে নিরাপদ থাকে!

Leave a Reply