Nei Hoye Acho Song Lyrics (নেই হয়ে আছো) Is Sung by Shiekh Sadi. It is a Bangla Song Featuring Mariya Nooni. Music composed by Ahmmed Humayun. Nei Hoye Acho Tumi Ei Praane Bengali Song Lyrics written by Shomeshawr Oli. Director is Sohel Raj. Download Nei Hoye Acho mp3 Song Lyrics in Bangla and English Font.

Song Credits

  • Song : Nei Hoye Acho
  • Singer : Shiekh Sadi
  • Lyrics : Shomeshawr Oli
  • Tune & Music : Ahmmed Humayun
  • Dop : BM Nazmul
  • Director & Edit : Sohel Raaz
  • Label : Central Music and Video [CMV]

Nei Hoye Acho Song Lyrics In Bengali

তোমায় আমি পাইনা ছুঁতে আমার ব্যর্থ নাম,
তোমার হতে, হতে আমি ফুরিয়ে গেলাম।

মুঠো খুলে দেখি, হঠাৎ তুমি নেই
আমার আকাশ নদী, ভূমি নেই।

নেই হয়ে আছো, তুমি এই প্রাণে
নেই হয়েই থাকার নেই মানে।

ঝরা পাতার বৃষ্টিতে ভিজবো বলে,
শহর ছেড়ে কিছু মাইল দূরে,
কোনো এক মফঃস্বলে।
আমি ছুটে যাই, শুধু তোমারই টানে
যত দূর চোখ যায়, যতদূর স্মৃতি যায়,
তুমি আছো সবখানে।

মুঠো খুলে দেখি, হঠাৎ তুমি নেই
আমার আকাশ নদী, ভূমি নেই।

নেই হয়ে আছো, তুমি এই প্রাণে
নেই হয়েই থাকার নেই মানে।

তোমায় আমি পাইনা ছুঁতে আমার ব্যর্থ নাম,
তোমার হতে, হতে আমি ফুরিয়ে গেলাম।
মুঠো খুলে দেখি, হঠাৎ তুমি নেই
আমার আকাশ নদী, ভূমি নেই।

নেই হয়ে আছো, তুমি এই প্রাণে
নেই হয়েই থাকার নেই মানে।

নেই হয়ে আছো লিরিক্স শেখ সাদী


Tomay ami paina chutey
Amar bertho naam
Tomar hotey, hotey ami
Phuriye gelam
Mutho khule dekhi Hotath tumi nei
Amar akash nodi bhumi nei
Nei hoye acho tumi ei prane
Nei hoyei thakar nei maane

Leave a Reply