Nesha Female Version Lyrics is a beautiful song by Biswajeeta Deb. Sujon Tumi Amay Je Go Vul Bujho na Lyrics in Bengali is written by Subhas Dey. Biswajeeta Music Production has produced the Music of the song. Original song is by Arman Alif. Download Nesha Female Version Mp3 song lyrics in Bangla and English Font. সুজন তুমি আমায় যে গো ভুল বুঝনা লিরিক্স
Song Credits
- Singer : Biswajeeta Deb
- Director ,Cinematographer & Editor – Susovan Roy
- Music Rearranged by : Arunava Roy
- Mixing & Mastering : Arunava Roy
- Recording Studio : Studio Audio Pro
- Lyricist – Subhas Dey
- Location – Studio Audio Pro
- Production House – Biswajeeta Music Production
Nesha Female Version Song Lyrics
সুজন তুমি আমায় যে গো ভুল বুঝনা
আমি ছিলাম তোমার থাকবো তোমার হয়ে ঠিকানা
হৃদয় জুড়ে এখনো তো তোমায় আকে মন
আমার কাজল কালো আঁখি তে তোমারি স্বপন
সুজন তুমি আমায় যেগো ভুল বুঝনা
আমি ছিলাম তোমার
থাকবো তোমার হয়েই ঠিকানা
হৃদয় জুড়ে এখনো তো তোমায় আঁকে মন
আমার কাজল কালো, আঁখিতে রয় তোমারই স্বপন
আজ ভুলের পাহাড় গইড়া
তুমি ডুবলে যে নেশায়
সেই নেশায় যেন দূরে ঠেলে দিলো যে আমায়
হায় কেমন কইরা ভাবলা তোমার খবর নেব না
কেমন কইরা জানলা এমন তোমায় দেবো না
দূরে কোথাও যায়নি আমি কাছেই যে আছি
শুধু চোখটা মেলে দেখো আমি যে উদাসী
আমার পায়ের নুপুর শুধু তোমার আঙিনায়
বাজবে যখন ডাকবে তুমি আমায় একটি বার
রোজ বিকালে আমি একা থাকি দাড়িয়ে
তুমি কখন আইসা দিবে তোমার হাতটা বাড়িয়ে
এই হৃদপিন্ডের ধুকপুকানি শুধু যে তোমার
বন্ধু কেন বোঝনা গো বলি বারে বার
আজ ভুলের পাহাড় গইড়া
তুমি ডুবলে যে নেশায়
সেই নেশায় যেন দূরে ঠেলে দিলো যে আমায়
হায় কেমন কইরা ভাবলা তোমার খবর নেব না
কেমন কইরা জানলা এমন তোমায় দেবো না