Neshar Pangkha Lyrics by Gogon Sakib is the latest Bangla song sung by Gogon Sakib, featuring Gogon Sakib, Shila, Munna. Neshar Pangkha song lyrics written by Gogon Sakib, Khondokar Nayem & music also given by Jami Ul Hasan.This song published by Samsul Official.
Neshar Pangkha Song Details
Song: Neshar Pangkha
Singer: Gogon Sakib
Lyrics: Gogon Sakib, Khondokar Nayem
Music: Jami Ul Hasan
Starring: Gogon Sakib, Shila, Munna
Lebel: Samsul Official
Neshar Pangkha Lyrics
হাতে আমার নেশার বোতল
চক্ষু দুইটা লাল
কার ঠোঁটের আজ পরশ পাইয়া
হয় প্রিয়ার সকাল (২ বার)
ঘরটা আমার ধোঁয়ায় ভরা
বিষাক্ত এক ঘ্রাণ
ধোয়ার সাথে হয়নি আড়ি
হয়না অভিমান
আইজ আবেগ দিয়া
নেশার নৌকায়
পাঙ্খা লাগাইছি
মাতাল হইয়া প্রিয়ার খোঁজে
পাড়ি জমাইছি!
আইজ আবেগ দিয়া
নেশার নৌকায়
পাঙ্খা লাগাইছি
মাতাল হইয়া প্রিয়ার খোঁজে
পাড়ি জমাইছি!
দিয়াশিলাই আর গাঁজার ঠোংগা
আমার বিছানায়
কালো সাদা ধোঁয়ায় এখন
হাসায় আর কাঁদায় (২ বার)
রোজ সৃতি গুলা নারে কড়া
মনেরও দরজায়
বন্ধ ঘরে কেউ শুনে না
নুক ফাটা চিৎকার
আইজ আবেগ দিয়া
নেশার নৌকায়
পাঙ্খা লাগাইছি
মাতাল হইয়া প্রিয়ার খোঁজে
পাড়ি জমাইছি!
আইজ আবেগ দিয়া
নেশার নৌকায়
পাঙ্খা লাগাইছি
মাতাল হইয়া প্রিয়ার খোঁজে
পাড়ি জমাইছি! (২ বার)