Norbore Chakri (নড়বড়ে চাকরি) is by Kureghor Band. The song is sung by Tashrif Khan. The song is great to listen. Download Norbore Chakri mp3 song lyrics in Bangla and English font.

Song Credits

  • গানঃ নড়বড়ে চাকরি
  • কথাঃ তানভীর সিদ্দিকি
  • সুর এবং কন্ঠঃ তাশরিফ খান
  • সাউন্ডঃ Tanjeeb Khan

Norbore Chakri lyrics in Bengali

নড়বড়ে খুব চাকরি আমার
আছে যাওয়া আসায়!
কেমন করে রাখছি ধরে
যায় না বলা ভাষায়!
বস বলেছে সেল না হলে
ফেল করা লোক নিয়ে
গঙ্গাজলে ভাসিয়ে দেবে
বিসর্জনে দিয়ে!

অফিস শেষে যদি আমি
বাসা বাসা করি!
আমার নামে মামলা দেবে
পুলিশ নেবে ধরি!!
বস বলেছে নিয়েম মেনে,
কাজের মানুষ হতে!
কে পি আই এ ১০০ দেবে
চল্লে উনার মতে!

চাইলে ছুটি আতাকে ওঠে
অবাক চেয়ে রয়!
যায়না বোঝা, মনে মনে
কত্ত কি যে কয়!
বস বলেছে ছুটি কিসের
এটাই কাজের টাইম
বিশ্রাম বা বাড়ির কাজে
ছুটি নেয়া ক্রাইম!

অফিস শেষে যদি আমি
বাসা বাসা করি!
আমার নামে মামলা দেবে
পুলিশ নেবে ধরি!!
বস বলেছে নিয়েম মেনে,
কাজের মানুষ হতে!
কে পি আই এ ১০০ দেবে
চল্লে উনার মতে!

নড়বড়ে খুব চাকরি আমার
আছে যাওয়া আসায়
কেমন করে রাখছি ধরে
যায়না বলা ভাষায়৷

বছর শেষে বোনাস দেবে
পাব অনেক টাকা!
সেই টাকাতে গাড়ি না পাই
কিনতে পাব, চাকা!
চাকা গুলো জমিয়ে নিয়ে
চার টা চাকা হলে!
ঠ্যালা গাড়ি বানিয়ে নিয়ে
গ্রামেই যাব চলে!

তার পড়ে আর ফিরব নারে
এই শহরের পথে!
এর চেয়ে ভাল বাদাম বেচা
গ্রামের রাস্তা ঘাটে !
মাটির একটা ঘর বানিয়ে
জরিনার সাথে নিয়ে
বাসবো ভালো খালি
বসের কথা পড়লে মনে
সকাল বিকেল সন্ধ্যা ক্ষণে
হাউয়াই দিব গালি।
নড়বড়ে খুব চাকরি….

নড়বড়ে খুব চাকরি আমার
আছে যাওয়া আসায়
কেমন করে রাখছি ধরে
যায়না বলা ভাষায়

Leave a Reply