Notun Shomoy Lyrics is a rap sung by Tabib Mahmud. Electric guitar is by rajib ghosh. Music Arrangement : Rafiqul Islam Forhad & Lalon Mahmud. Download notun somoy mp3 song lyrics in bangla and english font.

Song Credits

Song : Notun Shomoy
Vocal and Lyrics: Tabib Mahmud
Composition: Lalon Mahmud
Music Arrangement : Rafiqul Islam Forhad & Lalon Mahmud
Electric Guitar: Rajib Ghosh
Mix & Master : Studio Single Malt
Directed by : Akash Haque

Notun Shomoy Song Lyrics In Bengali


করেছি শপথ মুছে দিবো আমি সব বাধা ও বিপদ
মানুষের মাঝে যত দন্দ বিবাদ
করবো সেথায় আমি শান্তি আবাদ
তুমি থেকো মোর পাশে এই মুখ
তোমাদের খুব ভালবাসে চিরকিরতজ্ঞ মন যার
কলমের কালি হতে যোগাবে
সাহস সদা বিজয়ের রাজপথে
মেলাবে পরশ প্রিয় প্রেমিকার সাক্ষাতে
এগিয়ে চল এই নতুন সময় তুমি জাগিয়ে তোলো
জাগিয়ে তোল এই যাদুর শহর তুমি ভাবিয়ে তোলো
এগিয়ে চলো তুমি এই নতুন সময় তুমি জাগিয়ে তোলো
জাগিয়ে তোল এই যাদুর শহর তুমি ভাবিয়ে তোলো।

মনে রাখবা কোটি শুক্রানুর সাথে
যুদ্ধ করে তুমি জন্ম গ্রহন করেছ
পরাজিত হতে নয় তুমি যোদ্ধা তুমি রনবীর
তোমার পতাকাতে হয় শ্ত্রু পক্ষ হয় চৌচির
অন্যায় অনিয়মের দুর্নীতির বিরুদ্ধে
অনড় তোমার অবস্থান
ম্রিতু তোমার বালিশে ঘুমায়
তোমার বাড়ি গোরস্থান।

করো হে শপথ হাতে রেখে হাত
গিলে খাবে সময়ের অভিসম্পয়ান
যতই আসুক তুফান পাহাড় সমান
সব চুরমার করে হবে তুমি মহিয়ান
তুমি বিপ্লবীবীর, তুমি ক্ষেপা রনবীর,
তুমি মহাকাল ঘুরে আসা ত্রাশ প্রথিবির
তুমি চির বিস্ময়, তুমি চির উন্মাদ,
তুমি ধ্বংসের পাটাতনে দুঃসংবাদ,
তুমি মহাউদ্ভভট রাগে ছটফট
তুমি মহাকাশ ফেল করা মহা জানযট তুমি।

এগিয়ে চল এই নতুন সময় তুমি জাগিয়ে তোলো
জাগিয়ে তোল এই যাদুর শহর তুমি ভাবিয়ে তোলো
এগিয়ে চলো তুমি এই নতুন সময় তুমি জাগিয়ে তোলো
জাগিয়ে তোল এই যাদুর শহর তুমি ভাবিয়ে তোলো।

Notun Shomoy Lyrics Tabib Mahmud

Korechi shopoth Muche Dibo
Ami sob Badha O Bipod
Manusher majhe joto dondo o Bibad
Korbo sethay ami shanti abad
Tumi theko mor pashe ei mukh tomader
Khub valobase Chirokritongo mon zar
Kolomer kali hate jogabe sahos
Soda Bijoyer Raajpothe
Melabe Porosh Priyo Premikar sakkhat
Egiye cholo Ei Nontun Shomoy
Tumi jagiye tulo
Jagiye tulo ei jadur shohor
Tumi Vabiye tulo.

Leave a Reply