O Bidhi Sob Kere Nao Lyrics is sung by Adnan Kabir. Anim Khan has created the lyrics. Samsul Official is the label of the song. Download O Bidhi Sob Kere Nao mp3 song Lyrics in Bangla and English font.
Song Credits
- Song : O Bidhi Sob Kere Naw
- Singer : Adnan Kabir
- Lyrics : Gulish Ahmed
- Tune : Shamim ashiq
- Music : Anim Khan
- Edit & Color : Prince Samsul
- Label : Samsul Official
O Bidhi Sob Kere Nao Lyrics in Bengali
ও বিধি সব কেরে নাও
ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে দাও
ও বিধি সব কেরে নাও
ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে দাও
সে ছাড়া এই ভূবনে আমার কেউ নাই
এমন ভালোবাসছি তাকে ভোলার সাধ্য নাই
যার কাছে বলি দুঃখ সে হয়ে যায় প্রতিপক্ষ
যার কাছে বলি দুঃখ সে হয়ে যায় প্রতিপক্ষ
আমি অধমের আর্তনাদ কবুল করে নাও
ও বিধি সব কেরে নাও
ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে দাও
পারিনা ভুলতে আমি তোর মায়াবী মুখ
মনে পরলে কাদে আমার
আজও দুটি চোখ
পারিনা ভুলতে আমি তোর মায়াবী মুখ
মনে পরলে কাদে আমার
আজও দুটি চোখ
সে ছাড়া এই ভূবনে আমার কেউ নাই
এমন ভালোবাসছি তাকে
ভোলার সাধ্য নাই
যার কাছে বলি দুঃখ সে হয়ে যায় প্রতিপক্ষ
যার কাছে বলি দুঃখ সে হয়ে যায় প্রতিপক্ষ
আমি অধমের আর্তনাদ কবুল করে নাও
ও বিধি সব কেরে নাও
ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে দাও
সে ছিল বেঁচে থাকার নিশ্বাস আমার
পারিনা বুজাইতে তারে কঠিন হিয়া তার
সে ছিল বেঁচে থাকার নিশ্বাস আমার
পারিনা বুজাইতে তারে কঠিন হিয়া তার
সে ছাড়া এই ভূবনে আমার কেউ নাই
এমন ভালোবাসছি তাকে ভোলার সাধ্য নাই
যার কাছে বলি দুঃখ সে হয়ে যায় প্রতিপক্ষ
যার কাছে বলি দুঃখ সে হয়ে যায় প্রতিপক্ষ
আমি অধমের আর্তনাদ কবুল করে নাও
ও বিধি সব কেরে নাও
ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে দাও
ও বিধি সব কেরে নাও
ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে দাও ।