O Malik Lyrics By Umar Faruk. It is an Islamic Gojol Lyrics liked and quite a magnificent song. This one is quite a melodious song. The song will truly help you know more about Islam. Enjoy O Malik Lyrics in Bangla and English font.
Song Credits
Song : O Malik
Singer : Umar Faruk
Lyric : Hossain Noor
Tune : Abu Rayhan
Record Label : Tarana Records
Sound Design : Shafin Ahmad
Video Director : Bonie Amin
GFX : Abu Taher
O Malik Gojol Lyrics by Umar Faruk
রিদয়ের কান্না গুলো বঝে না, তুমি ছাড়া কেউ
বিড়হে ডুবে গেলেও দেখে না, তুমি ছাড়া কেউ
এভাবে পড়ম দয়ায় তোমাকে পাওয়ার, দিয়ো তাউফিক।
ও মালিক, ও মালিক, ও মালিক, ও মালিক (১)
তোমাকে সপেছিগো সব, তুমি আমার অনুভব
কত ভুল আমি যে করি, তবু ক্ষমা কর রব।
মমিনের দলে আমায় পথ দেখাও সঠিক
ও মালিক, ও মালিক, ও মালিক, ও মালিক (১)
চেয়েছি মনে মনে যা, পেয়েছি তারো বেশি তার
এ সকল আদায়ের হায় মর ক্ষমতা।
গোলামের কাছে সদা, রব প্রানের অধিক।
ও মালিক, ও মালিক, ও মালিক, ও মালিক (১)
রিদয়ের কান্না গুলো বঝে না, তুমি ছাড়া কেউ
বিড়হে ডুবে গেলেও দেখে না, তুমি ছাড়া কেউ
এভাবে পড়ম দয়ায় তোমাকে পাওয়ার, দিয়ো তাউফিক।
ও মালিক, ও মালিক, ও মালিক, ও মালিক (১)