O Mamoni Song Lyrics is sung by Souvik. Music composed by Soumen Mukherjee. Lyrics written by Priyanka Dey. O Mamoni Lyrics. O mamoni song lyrics. This music video featuring Payel Deshmukh in it. Download O Mamoni MP3 song in Bangla and English font.
Song Credits
- Song- O Mamoni (ও মামনি)
- Singer – Souvik
- Rap – Vishal Sonar
- Lyricist – Priyanka Dey ( including rap)
- Music – Soumen Mukherjee
- Music Producer – Shubhabrata Saha
- Mix & Mastering – Ujjal Mukherjee
O Mamoni Song Lyrics in Bengali
তোর ওই চোখের নেশা, গ্লসি গালে গ্ল্যামার মেশা
তোকে দেখা আমার পেশা, সারাদিনের কাজ
তোর ওই সিল্কি চুলে , হাওয়া দিলে তুলতুলে
আমি সব যাই ভুলে, কি হলোরে আজ ? ( ×2)
তোকে দেখলেই বুকের ভেতর দুরুদুরু
উফ্ মাইরি কে বানিয়েছে তোকে গুরু (×2)
ও মামনি ও মামনি তুই সোহাগের চাঁদ বদনী
আমার মনের হীরের খনি আমার সুপার গার্ল । (×2)
[তোমার ফিগার সুপার ক্লাস
আমার মনের ফ্লপার ফাঁস
ওই ফিগারে টিগারে মরেছি এবারে
গলায় লেগেছে ফাঁস ,
উফ্ তুমিই তোমার ফ্যাশন
তুমি , তুমিই আমার প্যাশন
আমি যখন যেখানে থাকি
তোমায়, তোমায় শুধু ডাকি,
তুমি আঁচল উড়িয়ে যাও
তখনও শুধুই তোমায় দেখি
তোমার চলন – বলন দেখি
তোমার মুখের গড়ন দেখি,
তোমার গালটা নরম চোখটা চরম
উফ্ কি গরম দেখি
তোমার চোখের মাশকারাই
আমি পড়ছি আসকারাই
তুমি দাওনা আমায় ভাও
হেসে অন্যদিকে যাও
কাছে টেনে ও দূরে সরাও,
বলোনা আসলে তুমি কি চাও?
বলোনা আসলে তুমি কি চাও ?
বলোনা আসলে তুমি কি চাও ? ]
তোর শাড়িতে জড়িয়ে যেতে চাইছি আজ আমিও
পাগল প্রেমিক মজনু আমি পারলে আমায় থামিও ( ×2)
কিলার ওই ঠোঁটের হাসি, বাই গড ভালোবাসি
কিলার ওই ঠোঁটের হাসি, বাই গড ভালোবাসি
ঘুরে ফিরে তাইতো আসি, তোরই কাছে জান,
ও মামনি ও মামনি তুই সোহাগের চাঁদ বদনী
আমার মনের হীরের খনি আমার সুপার গার্ল । ( ×2)